উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফাহিম খান, ১৭ মার্চ নাগপুরে ঘটে যাওয়া গোষ্ঠী সংঘর্ষে মূল অভিযুক্ত এই ব্যক্তি। সোমবার সকালে সেই ফাহিমের বাড়িতে চালানো হল বুলডোজার। জানা গিয়েছে, সঞ্জয় বাগ কলোনিতে ফাহিমের যে দোতলা বাড়িটি রয়েছে তাঁর কিছু অংশে রয়েছে অবৈধ নির্মাণ। আর সেই অবৈধ অংশটুকু ভাঙতেই এদিন সকালে নাগপুর পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে সেখানে পৌঁছান। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, শনিবার খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এই বুলডোজার নীতি প্রয়োগের আভাস দিয়েছিলেন। আর সেই ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত ফাহিমের বাড়িতে চলল বুলডোজার।
সূত্রের খবর, গত ২০ মার্চ ফাহিমের বাড়ির অবৈধ নির্মাণের অংশ পরীক্ষা করতে যান নাগপুর পুরসভার কর্মীরা। সেসময় দেখা যায় তাঁর বাড়ির কিছু অংশে রয়েছে অবৈধ নির্মাণ। নির্মাণের অবৈধ অংশটুকু ভেঙে বা সরিয়ে ফেলার জন্য ২৪ ঘন্টার নোটিশও দেওয়া হয়। পুরসভার দাবি, ওই অবৈধ নির্মাণটি মহারাষ্ট্র রিজিওনাল অ্যান্ড টাউন প্ল্যানিং অ্যাক্টের বিরোধী। ফাহিম খানের পরিবারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে রাখার অভিযোগ উঠে। সেই মতোই এদিন তাঁর বাড়িতে বুলডোজার নিয়ে পৌঁছে যায় নাগপুর পুরসভা। এছাড়াও গত শনিবার নাগপুর পুলিশ দুটি দোকান সিল করে দিয়েছিল। অভিযোগ ছিল, ফাহিম খানের মাইনওরিটি ডেমোক্র্যাটিক পার্টির হামলাকারীদের সঙ্গে যোগ রয়েছে ওই দোকান মালিকদের। আর এদিন বুলডোজার চালানো হল খোদ ফাহিমের বাড়িতে।