মাথাভাঙ্গা: যাত্রীবাহী বাসে আগুন! ঘটনায় তুমুল আতঙ্ক ছড়াল কোচবিহার (Cooch Behar) জেলার মাথাভাঙ্গায় (Mathabhanga)। তড়িঘড়ি বাস ছেড়ে নেমে আসেন যাত্রীরা। যদিও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে মাথাভাঙ্গা শহরের কলেজ মোড়ে কোচবিহার থেকে মাথাভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বেসরকারি বাসে (Bus) আগুন লেগে যায়। বাসে আগুন লাগতেই যাত্রীদের পাশাপাশি এলাকায় জুড়ে হুড়োহুড়ি আতঙ্ক ছ্রীয়ে পড়ে। বাসে বসে থাকা জনা পঁচিশেক যাত্রী তড়িঘড়ি নেমে পড়েন বাস থেকে। স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
কোচবিহার থেকে মাথাভাঙ্গাগামী বাসে কী করে আগুন লাগলো তার কারণ জানা যায় যায়নি। ঘটনা প্রসঙ্গে বাস কন্ডাক্টার তথা বাসের মালিক মনোরঞ্জন পাল বলেন,’বাসটি দীর্ঘদিনের পুরনো। তবে ফিটনেস সার্টিফিকেট সহ সমস্ত কাগজপত্র ঠিকঠাক রয়েছে। এই বাসের পরিবর্তে নতুন বাস আনার জন্য কোচবিহার আঞ্চলিক পরিবহন দপ্তরে নভেম্বর মাসে আবেদন করেছি। নতুন বাস এলে এই বাসটি স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দেব।’
অন্যদিকে, মাথাভাঙ্গার এআরটিও দেবীপ্রসাদ শর্মা বলেন, ‘বাসের ফিটনেস থাকলে সেটি রাস্তায় চলতেই পারে। বাস চালানোর ক্ষেত্রে আইনের নির্দিষ্ট কোন সময়সীমা নেই।’