চাকুলিয়াঃ নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হল এক মহিলার। আহত কমপক্ষে ২৫ জন যাত্রী। রবিবার রাত ১২ টা নাগাদ ঘটনাট ঘটে চাকুলিয়া থানার ২৭ নম্বর জাতীয় সড়কের লাহিল এলাকায়। নিহতের নাম, কান্তি দেবী (৪৫)। তিনি বিহারের ছাপড়া এলাকার বাসিন্দা বলে খবর। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ হতাহতদের উদ্ধার করে পাঠিয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে গিয়েছেন স্থানীয় বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি শিলিগুড়ি থেকে বিহারের ছাপড়া যাচ্ছিল। ২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় চাকুলিয়া থানার অধীন লাহিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ধাক্কা মারে একটি বিদ্যুতের খুঁটিতে। পরে বাসটি উলটে গিয়ে পড়ে পাশের নয়ানজুলিতে। দুর্ঘটনার প্রচন্ড শব্দ পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কার্যে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কিছু যাত্রীকে নিয়ে যাওয়া হয় কানকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। আবার জনাকয়েক আহত বাসযাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিশনগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে।
বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিদ্যুৎ সংযোগের কাজ। ঘটনার পর থেকেই পলাতক বাস চালক। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।