রাজ্য

Bus | সিকিমের বাসে নগদে ‘না’, ভাড়া অনলাইনে

সানি সরকার, শিলিগুড়ি: ফের প্রতিবেশী রাজ্যকে টেক্কা দেওয়ার চেষ্টা সিকিমের (Sikkim)। এরাজ্যে সরকারি পরিবহণ ব্যবস্থা নিয়ে যখন বিস্তর প্রশ্ন রয়েছে, তখন বাস (Bus) ভাড়ার ক্ষেত্রে সম্পূর্ণ ডিজিটাইজেশনের পথে হাঁটতে চলেছে পাহাড়ি রাজ্যটি। বুকিং কাউন্টার থেকে বাস, সর্বত্রই নিষিদ্ধ হতে চলেছে নগদ লেনদেন। শুক্রবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন পরিবহণ সচিব রাজ যাদব। আগাম টিকিট বুক করা থেকে বাসে ওঠার পর টিকিট কাটা, সমস্তটাই যে এখন থেকে অনলাইনে হবে, স্পষ্ট করে দিয়েছেন তিনি। তবে কবে থেকে তা কার্যকর হবে, তা স্পষ্ট নয়। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে ওই নির্দেশিকায় বলা হয়েছে। তবে সরকারি এই সিদ্ধান্তে যে বিপাকে পড়তে হবে প্রচুর সাধারণ যাত্রীকে, তা সহজেই স্পষ্ট। কেননা, অনলাইন ব্যবস্থায় এখনও অভ্যস্ত নন অনেকে।

১০ নম্বর জাতীয় সড়ক থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের যোগাযোগ ব্যবস্থা বেহাল। মূলত প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিমের সড়ক যোগাযোগ ব্যবস্থা। কিন্তু সিকিমের পরিবহণ ব্যবস্থাকে গতি দিতে তৎপর প্রেম সিং তামাংয়ের সরকার। ইতিমধ্যে সিকিমের পাশাপাশি সমতল শিলিগুড়িতে (Siliguri) ‘শেয়ার ক্যাব’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। আরও একধাপ এগিয়ে এবার সরকারি বাসে অনলাইন ব্যবস্থা কার্যকর করতে চাইছে সিকিম। পরিবহণ সচিবের নির্দেশিকা অনুসারে, এসএনটি’র গ্যাংটক এবং শিলিগুড়ি ডিপো সহ সমস্ত কাউন্টারে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। কিউআর কোড স্ক্যান করে টিকিটের দাম চোকাতে হবে। গ্যাংটক এবং শিলিগুড়ি ডিপোতে পিওএস মেশিন বসানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে যাত্রীরা টিকিট কাটতে পারেন। বাসের টিকিট আগাম বুকিংয়ের জন্য অবশ্য নগদের পাশাপাশি অনলাইন পেমেন্টের ব্যবস্থা অনেকদিন থেকেই কার্যকর ছিল। কিন্তু এবার থেকে নগদ তুলে দেওয়া হচ্ছে।

সিকিমের এই নগদ প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্তে অবশ্য বিপাকে পড়তে চলেছেন অনেকেই। কিছুটা কম ভাড়ার জন্য বেশি সময় লাগলেও সিংহভাগ যাত্রী এসএনটি’র বাসে শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দেন। সমতলে ফিরে আসার ক্ষেত্রেও সরকারি বাস বেছে নেন তাঁরা। ফলে অনলাইন প্রথার জন্য অনেকেই সমস্যা এড়াতে বেসরকারি বাস বা ছোট গাড়ি বেছে নেবেন বলে মনে করা হচ্ছে। এসএনটি’র শিলিগুড়ি ডিপোর এক আধিকারিক বলেন, ‘সমস্ত যন্ত্রপাতি চলে এসেছে। দ্রুত অনলাইন ব্যবস্থা কার্যকর করা হবে। প্রথমদিকে কিছুটা যে সমস্যা দেখা দেবে, তা আমরাও বুঝতে পারছি।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

C V Ananda Bose | দিল্লি থেকে ফিরেই চোপড়ায় যাবেন রাজ্যপাল, যেতে পারেন কোচবিহারেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোচবিহার (Coochbehar) এবং চোপড়ার (Chopra) ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে…

5 mins ago

Hina Khan | ‘শরীরে দাগ থাকবে, ভয় নয়’, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝে বার্তা হিনার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্তন ক্যানসারে (Breast cancer) আক্রান্ত হিনা খান (Hina…

16 mins ago

Wimbledon 2024 | শুরু হল উইম্বলডন, প্রথমদিন কোর্টে নামছেন আলকারাজ-আজারেঙ্কা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে শুরু হল ২০২৪ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতা। প্রথমদিন লড়াইয়ে…

16 mins ago

Medha Patkar | ২৩ বছর আগে মানহানি, মেধাপাটেকরকে শাস্তি দল আদালত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানহানি মামলায় ৫ মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হল সমাজকর্মী মেধা পাটেকরকে…

25 mins ago

বিদ্যালয় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়া-অভিভাবকদের

রতুয়া: বিদ্যালয় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়া এবং অভিভাবকদের। সোমবার রতুয়া হাই মাদ্রাসা…

28 mins ago

Biriyani | দোকানের মতো বিরিয়ানি বানাতে চান? মেনে চলুন ৫টি নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরিয়ানি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। মটন হোক…

32 mins ago

This website uses cookies.