নাগরাকাটা: নামেই স্ট্যান্ড। হা পিত্যেশ করে চেয়ে থাকলেও কোন বাসের দেখা মিলবে না সেখানে। কি কারনে এমনটা হয়? আসলে স্ট্যান্ডে না ঢুকে ১৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাইপাস হয়ে চলে যায় সমস্ত যাত্রীবাহী বাস। এর ফলে মার খাচ্ছিল নাগরাকাটার লুকসান এলাকার ব্যবসা বাণিজ্য। দোকানদার থেকে শুরু করে টোটো রিক্সা চালকদের খদ্দেরের অভাবে টান পড়ছিল রুটি রুজিতে। পাশাপাশি জাতীয় সড়কের ওই অংশটি দূর্ঘটনাপ্রবণও হয়ে উঠছিল বলে দাবি। ভুক্তভোগী ব্যবসায়ী সহ সাধারন বাসিন্দারা তাই একজোট হয়ে বাইপাস স্থলে দাঁড়িয়ে মঙ্গলবার থেকে বাস ঢোকানো শুরু করলেন প্রথাগত স্ট্যান্ডে। ঘটনাটি লুকসানের।
সংশ্লিষ্ট সূত্রেই জানা গেছে যে স্থান দিয়ে বাইপাস হয়ে সমস্ত বাস চলে যায় সেখান থেকে স্ট্যান্ডের দূরত্ব বড়জোর ৫০০ মিটার। বাস স্ট্যান্ডের এলাকাটি লুকসান মোড় হিসেবে পরিচিত। সেখানে প্রচুর দোকান পাট রয়েছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মিন্টু গোস্বামী বলেন, নিজেদের মধ্যে আলোচনার পর অবশেষে এই পন্থা গ্রহন করা হয়েছে।
এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদ জানান, লুকসান মোড়ের স্ট্যান্ডে যাতে বাস ঢুকতে কোন অসুবিধে না হয় সেজন্য জায়গাও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অবাঞ্ঝিত কোন যানজট যাতে সেখানে না হয় সেটাও নিশ্চিত করা হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের নাগরাকাটার ব্লক কমিটির কার্যনির্বাহী সভাপতি ও এলাকার বাসিন্দা কাজী পান্ডে জানান, বাসিন্দাদের বক্তব্যে যৌক্তিকতা আছে। এটা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।