ডালখোলা: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভিন রাজ্যের ব্যবসায়ীর। রবিবার রাতে ডালখোলা থানার বস্তাডাঙ্গি ৩১ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম উগারালানাগা সুব্রহ্মণ্যম(৩৬)। বাড়ি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। গতকাল রাতে ঝড়বৃষ্টির সময় পুর্ণিয়া থেকে শিলিগুড়ি অভিমুখে যাচ্ছিল একটি ছোট গাড়ি। সেসময় ৩১ নম্বর জাতীয় সড়কের বস্তাডাঙ্গিতে দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ডালখোলা থানার পুলিশ। দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল ট্যাংকার, দেদারে চলল তেল লুট