উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেষ্কঃ পূর্ব, পশ্চিম দুই সীমান্তেই পাকিস্তানকে(Pakistan) ব্যস্ত রাখার কৌশল নিয়েছে ভারত। এমনটাই দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের। সোমবার পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের বিরুদ্ধে ফের ছায়াযুদ্ধ চালানোর অভিযোগ এনেছেন তিনি। খোয়াজা আসিফ বলেন, ‘সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার প্রমাণ আমাদের কাছে রয়েছে। কীভাবে ওরা দুটি ফ্রন্টে আমাদের ব্যস্ত রাখতে চায়, সে সম্পর্কেও তথ্য আছে।’
পহলগামে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের(Pakistan) বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারত। সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই অপর প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে পাকিস্তান। দু’পক্ষ সংঘর্ষ বিরতির ব্যাপারে একমত হলেও কোনও শান্তিচুক্তি স্বাক্ষর করতে পারেনি। সোমবার পাক-আফগান সীমান্ত এলাকা থেকে তালিবান যোদ্ধাদের সঙ্গে পাক ফৌজের সংঘর্ষের একাধিক ঘটনা ঘটেছে। পাক-আফগান সংঘাতের জন্য ভারতের দিকে আঙুল তুলেছেন খোয়াজা আসিফ। পাক মন্ত্রীর বক্তব্য, ‘কাবুলে যাঁরাই ক্ষমতায় বসেন, তাঁরাই দিল্লির ছায়া হিসাবে কাজ করেন। আফগানিস্তান নিয়ন্ত্রিত হয় দিল্লি থেকে।’
Pakistan | ‘ব্যস্ত’ পাক
শেষ আপডেট:
Categories
আন্তর্জাতিক
