উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩৬ -এ পা দিলেন বাইশ গজের রাজা বিরাট কোহলি (Virat Kohli)। স্বামীর জন্মদিনে ফ্যানদের বিরাট সারপ্রাইজ দিলেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ইনস্টাগ্রামে মেয়ে ভামিকা, ছেলে অকায় নিয়ে বিরাটের ছবি পোস্ট করলেন অনুষ্কা। ছবিটি খুব সম্ভবত লন্ডনের রাস্তার ধারে তোলা। ছেলে এবং মেয়ের মুখ তিনি ইমোজি দিয়ে ঢেকে দিয়েছেন।
ছবিতে বিরাট ও অকায়কে দেখা যাচ্ছে ম্যাচিং টি শার্টে আর ভামিকা পড়েছিল ক্রিম রঙা টি শার্ট। অনুষ্কা এই পোস্টের সঙ্গে কেবল একটি হৃদয় এবং একটি দুষ্ট চোখের ইমোজি জুড়েছেন। এই ছবি দেখে উচ্ছ্বসিত নেট নাগরিকেরা। কেউ লিখেছেন ‘এর জন্য অপেক্ষা করছিলাম।’ আবার কেউ লিখেছেন ‘আহা অকায় ও ভামিকা একফ্রেমে’। আবার কারো মতে ‘প্রিন্স ও প্রিন্সেসের সঙ্গে রাজা।’
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবির পর সমালোচিত বিরাট কোহলি। এই কটাক্ষের মাঝে কিছুটা ফিকে বিরাটের এবারের জন্মদিন। তবে তাঁর জীবনের খারাপ সময়ে সবসময় পাশে থেকেছেন স্ত্রী অনুষ্কা। তাই জন্মদিনের শুভেচ্ছায় এভাবেই স্বামীকে ভালোবাসায় ভরিয়েছেন তিনি।