উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডের (R G Kar Incident) পর রাজ্যের মহিলারা কতটা সুরক্ষিত, তা নিয়ে বেজায় চিন্তিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anada Bose)। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে মঙ্গলবার রাজভবনে (Rajbhawan) খোলা হল কন্ট্রোল রুম। ০৩৩২২০০১৬৪১ এবং ৯২৮৯০১০৬৮২ এই দু’টি নম্বরে ফোন করে বাংলার মা-বোনেরা জানাতে পারবেন তাঁদের যাবতীয় সমস্যা। এদিন দিল্লি থেকে এই বার্তাই দিলেন রাজ্যপাল। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) উদ্দেশ করে বলেন, ‘মানুষের বিশ্বাস হারিয়েছে রাজ্য সরকার।’
সোমবার দিল্লিতে গিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আরজি কর ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নারী সুরক্ষা এবং রাজ্যবাসীর কথা মাথায় রেখে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, ‘আরজি কর কাণ্ড নিয়ে রাজভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সাধারণ মানুষ ০৩৩২২০০১৬৪১ এবং ৯২৮৯০১০৬৮২ এই দু’টি নম্বরে ফোন করে মতামত জানাতে পারবেন। কন্ট্রোল রুম থেকে আজ সকালে তরুণী চিকিৎসকের বাবাকে প্রথম ফোনটি আমি করেছি।’
Bengal Governor after the Supreme Court heard the RG Kar incident. pic.twitter.com/mL1JRYXKje
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) August 20, 2024
চিকিৎসকের মৃত্যুতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রীর ভাষণ নানা অলঙ্কারে খচিত। তবে এই ঘটনায় তাঁর সামগ্রিক অবস্থান কী? এই মুহূর্তে বাংলার অবস্থা উদ্বেগজনক। ছাত্ররা সরকারের উপর বিশ্বাস হারিয়েছেন, যুবকেরা ভীতসন্ত্রস্ত, আর মহিলারা রয়েছেন হতাশায়। নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে সরকারের ভূমিকা নিয়েই। সাম্প্রতিক ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সরকারের গাফিলতি। কলকাতা পুলিশ (Kolkata Police) ‘দুর্নীতিগ্রস্ত’ এবং ‘রাজনৈতিক মদতপুষ্ট।’ পাশাপাশি আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের (Supreme Court) ভূমিকা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, ‘শীর্ষ আদালতের পর্যবেক্ষণ শুনে দেশ স্বস্তি পেল।’