কলকাতাঃ গতানুগতিক বৈঠক। কোনও চমক নেই। চমক থাকার কথাও ছিল না। সোমবার সন্ধ্যায় ইএম বাইপাস সংলগ্ন এক পাঁচতারা হোটেলে হয়ে গেল বাংলা ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারণ সভা। যেখানে অনুমোদিত সংস্থাগুলির অনুদান চার থেকে বাড়িয়ে পাঁচ লাখ করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব-১৫ মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু করা নিয়েও দীর্ঘসময় আলোচনা হয়েছে আজ।
জানা গিয়েছে, আগামীদিনে মহিলাদের অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতা শুরুর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। পাশাপাশি সন্ধ্যার সিএবি এজিএমের বৈঠকে হাজির হয়ে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেন সংস্কারের দাবিও তুলেছেন। দেশের মাটিতে ২০২৬ সালে রয়েছে টি২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে ইডেন সংস্কারের কাজ করার পরিকল্পনা স্থগিত রয়েছে সিএবির। সেই কাজ শুরুর আবেদনই করেছেন মহারাজ।
জানা গিয়েছে, গতবারের তুলনায় এবার সিএবির আয় বেড়ে ৫২ কোটি হয়েছে। ইডেনে একদিনের বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ আয়োজন করে আয় বাড়ার পর সৌরভ বর্তমান সিএবি কর্তাদের খরচ নিয়ন্ত্রণের উপরও জোর দিয়েছেন বলে খবর। কারণ, প্রতি আর্থিক মরশুমে একইরকম আয় হবে না। তাছাড়া সিএবি এক বছরে কেন নানা দিকে লাগামছাড়া খরচ করল, তা নিয়েও আজকের বৈঠকে সদস্যদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়দের। এদিকে, আজকের এজিএমে উত্তরবঙ্গে অত্যাধুনিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও ক্রিকেটীয় পরিকাঠামো উন্নতির প্রস্তাব এসেছে। এসবের মধ্যেই কোষাধ্যক্ষ পদে থেকে গেলেন প্রবীর চক্রবর্তী।