কলকাতা: অথই জলে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ‘ভিশন ২০২৫’। গত জুনে প্রো টি২০ লিগের সময় বন্ধ থাকা ‘ভিশন’ প্রকল্প নতুন করে চালু করেছিল সিএবি। পেস এবং স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয় যথাক্রমে বেঙ্কটেশ প্রসাদ ও নরেন্দ্র হিরওয়ানিকে। কিন্তু সম্প্রতি দুইজনেই ভিনরাজ্যের কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন। হায়দরাবাদের ‘ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন’ হয়েছেন প্রসাদ। অপরদিকে হিরওয়ানি ওডিশা ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্বে। পৃথক দুই রাজ্যের দায়িত্ব নেওয়ার ফলে প্রসাদরা স্বার্থের সংঘাতে পড়বেন বলে মনে করা হচ্ছে।
যদিও সেই অভিযোগ মানতে নারাজ সিএবি সভাপতি স্নেহাশিস। রাতের দিকে যোগাযোগ করা হলে পালটা যুক্তি দিয়ে বলেছেন, ‘বিষয়টি (প্রসাদ, হিরওয়ানির অন্য রাজ্যের দায়িত্ব নেওয়া) জানা নেই। আর তাই যদি হয়, মধ্যপ্রদেশ এবং কলকাতা নাইট রাইডার্সের কোচিং একসঙ্গে কীভাবে করছেন চন্দ্রকান্ত পণ্ডিত।’ যাঁদের বিরুদ্ধে অভিযোগ, সেই হিরওয়ানি, প্রসাদরাও বিষয়টি এড়িয়ে গিয়েছেন। দুইজনের বক্তব্য, ‘এই বিষয়ে যা বলার সিএবি-ই বলবে। আমাদের কিছু বলার নেই।’