উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: করোনা আবহে এবার পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। জানা গিয়েছে, নয়া সূচি অনুযায়ী কলকাতা বইমেলার আয়োজন হবে ২৮ ফেব্রুয়ারি। মেলার আয়োজন হবে সল্ট লেকের সেন্ট্রাল পার্কে। সোমবার এমনটাই জানিয়েছে, বইমেলার আয়োজক সংস্থা ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, চলতি মাসের ৩১ তারিখ কলকাতা বইমেলার আয়োজনের কথা ছিল। সেই লক্ষ্য়ে প্রস্তুতিও একপ্রকার সেরে ফেলা হয়েছিল আয়োজকদের তরফে। তবে শেষ মুহূর্তে মেলার দিনক্ষণ পিছিয়ে গেল। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরেই মেলার আয়োজনের দিন পিছিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আয়োজকদের তরফে। তবে দেরিতে হলেও বই মেলা আয়োজন হতে চলায় খুশী বইপ্রেমীরা।
আরও পড়ুনঃ পিছিয়ে গেল কলকাতা বইমেলার উদ্বোধন