কলকাতা: প্রশ্ন আগেই উঠেছিল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। তবে একইসঙ্গে আদালত এও জানিয়েছে, এফআইআর করার ক্ষেত্রে আগে অভিযোগ খতিয়ে দেখতে হবে। শুধুমাত্র বিরোধী দলনেতাকে হেনস্তা করার উদ্দেশ্যে এফআইআর করা যাবে না। পুলিশ ক্ষমতা যেন যথাযথভাবে প্রয়োগ করে সেকথাও স্পষ্ট করেছে আদালত।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট হিংসায় প্ররোচনার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সুমন সিংহ নামে এক আইনজীবী এই মামলা দায়ের করেন বিচারপতি ইন্দপ্রসন্ন মুখোপাধ্যারে এজলাসে। সেই মামলায় গতকাল প্রশ্ন করা হয়েছিল, আদালত যদি কোনও একটি নির্দেশের মাধ্যমে এফআইআরের ওপর নিষেধাজ্ঞা জারি করে, তাহলে কি ১০ বছর পরেও কোনও অভিযোগ উঠলে এফআইআর করা যাবে না? তারপর এদিন ওই মামলার শুনানিতে বিচারপতি জানিয়ে দিলেন, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার ক্ষেত্রে পুলিশকে আগাম অনুমতি নিতে হবে না আদালত থেকে। তবে এফআইআর করা মানেই গ্রেপ্তারি নয়। হাইকোর্টের নির্দেশ, অভিযোগ খতিয়ে দেখে পুলিশ একটি রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্ট পাঠাবে পুলিশের ডিজিকে। ডিজি সেই রিপোর্ট আদালতে জমা দেবেন। তারপর আদালত যদি অনুমতি দেয়, কেবল তখনই গ্রেপ্তার করা যাবে শুভেন্দু অধিকারীকে।