Wednesday, May 31, 2023
HomeBreaking Newsকনভয় দুর্ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ, জানাল হাইকোর্ট

কনভয় দুর্ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ, জানাল হাইকোর্ট

কলকাতা: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনার তদন্ত চালিয়ে যেতে পারবে রাজ্য পুলিশ। বুধবার এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা জানান, ওই ঘটনার তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া যাবে না। কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। ১৩ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।

সম্প্রতি, চণ্ডীপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই ঘটনায় শুভেন্দুর কনভয়ের ওই গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এই ঘটনায় সরব হয় তৃণমূল। শুভেন্দুর গ্রেপ্তারির দাবি করা হয়। তৃণমূলের তরফে আর্থিক সাহায্য করা হয় মৃতের পরিবারকে। এই নিয়ে একটি মামলাও হয় হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ এবং সিবিআই তদন্তের আর্জি জানান তাঁর আইনজীবী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments