Breaking News

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল ডিভিশন বেঞ্চেও, ববিতা মামলায় প্রকাশ করতেই হবে উত্তরপত্র

কলকাতা: ববিতা সরকারের করা মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী ওএমআর শিট প্রকাশে কোনও অসুবিধা নেই। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করতে হবে।

প্রসঙ্গত, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করেছিলেন ববিতা সরকার। আদালতের নির্দেশে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি পেয়েছিলেন ববিতা। কিন্তু পরে তাঁরও চাকরি ‘অবৈধ’ হিসেবে প্রমাণিত হয়। ফলে বাতিল হয় ববিতার চাকরি। এরপর হাইকোর্টে নতুন করে মামলা দায়ের করেন ববিতা। তাঁর দাবি ছিল, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা সামনে এলে জানা যাবে, কারা কীভাবে চাকরি পেয়েছেন। তিনি জানিয়েছিলেন, ওএমআর শিট বিকৃত করে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের চাকরি বাতিল হলে তিনিও ফের চাকরি পেতে পারেন।

ববিতার আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছিলেন, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণিতে সাড়ে ৫ হাজার জন চাকরি পেয়েছিলেন। পরে এই নিয়োগের তদন্তে সিবিআই জানিয়েছিল, ৯০৭ টি ওএমআর শিটে কারচুপি হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই চাকরি করছেন। আদালত জানায়, ২০১৬ সালের প্যানেলভুক্ত ও ওয়েটিং লিস্টে থাকা সব চাকরিপ্রার্থীদের ওএমআর শিট এসএসসি’কে প্রকাশ করতে হবে। তারপর ববিতা চাকরি পাবেন কিনা তা পরবর্তী শুনানিতে স্পষ্ট হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেন। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল কমিশন। সেই মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল হল ডিভিশন বেঞ্চও। শীঘ্রই উত্তরপত্র প্রকাশ করতে হবে কমিশনকে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Phansidewa | কুয়ো পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাস কেড়ে নিল দু’জনের প্রাণ, জখম ১

ফাঁসিদেওয়া: কুয়োয়(Well) নেমে বিষাক্ত গ্যাসের প্রভাবে মৃত্যু হল দু’জনের। গুরুতর জখম হয়েছে আরও একজন। শিলিগুড়ি…

24 mins ago

ABVP | গবেষক ছাত্রীর মৃত্যুর ঘটনায় অধ্যাপকের শাস্তি দাবি, অনির্দিষ্টকাল ধর্নায় এবিভিপি

শিলিগুড়ি : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুর তদন্ত ও অভিযুক্ত অধ্যাপককে দ্রুত বহিষ্কার ও কঠোর…

37 mins ago

Mamata Banerjee | কলকাতার রাজপথে সাধু-সন্তদের মিছিল, উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতার রাজপথে সাধুরা। খালি পায়ে পথ হাঁটলেন তারা। জৈষ্ঠের গরমে এক…

41 mins ago

Elephant attack | হাতির হামলায় ক্ষতিগ্রস্ত চা বাগানের সেচ ব্যবস্থা, বিপাকে রেড ব্যাংক কর্তৃপক্ষ

নাগরাকাটাঃ রেড ব্যাংক চা বাগানে হাতির টার্গেট এখন সেখানকার সেচ ব্যবস্থার যন্ত্রাংশ। বুধ ও বৃহস্পতিবার…

47 mins ago

Malda | কুশিদার নিখোঁজ যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

হরিশ্চন্দ্রপুর: প্রায় ছয়দিন ধরে নিখোঁজ ছিলেন মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের কুশিদার যুবক মনোজিত মহন্ত। মনোজিত ওরফে…

50 mins ago

Brown Sugar | পাচারের আগেই কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত, গ্রেপ্তার ৩

কালিয়াচক: ফের ব্রাউন সুগার(Brown Sugar) উদ্ধারে সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা…

55 mins ago

This website uses cookies.