Wednesday, May 31, 2023
HomeBreaking Newsপুর নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ নয়

পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ নয়

কলকাতা: রাজ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে সিবিআই। তদন্ত যেমন চলছিল তেমনই চলবে। সোমবার সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিন‌হা রায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, তদন্তে এখনই কোনও হস্তক্ষেপ করবে না আদালত। আগামী ৬ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।

পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার বেঞ্চ পরিবর্তিত হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। নতুন বেঞ্চে মামলা যাওয়ার পর রাজ্য সরকারের তরফে সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন বিচারপতি সিনহা। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবার ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলাটি বিচার্য বিষয়ে নেই, তাই সেটি গ্রহণ করা হবে না। ডিভিশন বেঞ্চ এই মামলাটি ছেড়ে দেওয়ায় তা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হয়।

এই মামলায় দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি দেয় রাজ্য। শনি এবং রবিবার আদালত বন্ধ। সোমবার থেকে হাইকোর্টে গ্রীষ্মাবকাশ। রাজ্যের আবেদন জমা পড়ে অবকাশকালীন ডিভিশন বেঞ্চে। এদিন আদালতের তরফে এমনটা জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments