উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের আরও এক ঘটনায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে, ২০১৯ সালে লোকসভা ভোটের ফল প্রকাশের পর সন্দেশখালিতে (Sandeshkhali News) ৩ বিজেপি কর্মী খুন হন। সেই ঘটনাতেই এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন যে সিট গঠন করে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তদন্ত হবে।
জানা গিয়েছে, ২০১৯ এর লোকসভা ভোটের ফল প্রকাশের পর সন্দেশখালির ভাঙ্গিপাড়া গ্রামে রাজনৈতিক রেষারেষির আগুন জ্বলছিল। ওই পরিস্থিতিতে সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল এবং সুকান্ত মণ্ডল খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। মৃতদের পরিবারের তরফে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সন্দেশখালির সেই সময়ের ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের নাম দিয়েই অভিযোগ করা হয়েছিল। পরে মামলা সিআইডি হাতে নেয়। আদালতে যখন চার্জশিট পেশ হয়, তখন দেখা যায় তদন্ত থেকে শেখ শাহজাহানের নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে, রাজনৈতিক চাপেই মূল অভিযুক্তকে বাদ দিয়ে চার্জশিট পেশ করে সিআইডি। এবার তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে সিবিআই।