উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (R G Kar Medical College and Hospital) ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে (Calcutta high court) প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন। পুলিশের ভূমিকা নিয়ে বড়সড়ো প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্যের কাছে হলফনামা চাইল আদালত।
এদিন আরজি কর মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চে। বুধবারের ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত। আদালতের প্রশ্ন, ‘পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না। আইনশৃঙ্খলা কীভাবে রক্ষা করবে?’
এদিন শুনানিতে রাজ্যের তরফে দাবি করা হয়, বুধবার রাতে বহু মানুষ হাসপাতালে ঢুকে পড়ে। ফলে তাঁদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। হাইকোর্টের পালটা প্রশ্ন, কোথাও ১০০ মানুষের জমায়েত হলেও পুলিশের জানার কথা। সেখানে এত মানুষ জড়ো হল অথচ পুলিশ জানল না? আগে থেকে ঘটনাস্থল কেন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়নি?
আরজি করের সেমিনার হলের কাছের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন তোলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকার এদিন আদালতে দাবি করে, যে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল, সেই স্থান সুরক্ষিত রয়েছে। রাজ্যকে এই মর্মে হলফনামা দিতে বলে হাইকোর্ট। একইসঙ্গে সিবিআইকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পূর্ণ স্বাধীনতা দিয়েছে আদালত। নির্যাতিতার নাম ও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট বন্ধ করারও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।