Kunal Ghosh | অতিরিক্ত সময় দেওয়া যাবে না, কুণাল সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি করে জবাব তলব হাইকোর্টের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা, বিকাশ ভট্টাচার্য ও ফিরদৌস শামিম সহ একাধিক আইনজীবীকে হেনস্তার অভিযোগে তৃণমূল নেতা কুণাল ঘোষের (TMC Leader Kunal Ghosh) বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার দুপুরে উচ্চ আদালতের তরফে কুণাল সহ আরও ৮ জনের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে। এদিনের শুনানিতে, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জানান, ‘এটা খুব সিরিয়াস বিষয়। আদালত নির্দেশের পরেও কেউ মানছে না।’

সুপার নিউমারারি পোস্ট (Supernumerary Post) সংক্রান্ত মামলা নিয়ে প্রশ্ন তুলে চাকরিপ্রার্থীদের একাংশ হেনস্থা করেন, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী ফিরদৌস শামিমকে। এমনকি তাঁরা বিকাশ ভট্টাচার্যের দুই জুনিয়র আইনজীবীকে জুতো দেখান বলে অভিযোগ ওঠে। এরই সঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি মাটিতে ফেলে পা দিয়ে মাড়ানো সহ তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেন বিক্ষোভকারীরা। গোটা ঘটনায় তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ আরও ৮ জনের মদতের অভিযোগ সামনে আসে। এরপর অপমানিত আইনজীবীরা সমস্ত ঘটনা জানান প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে। তিনি স্বতঃস্ফূর্তভাবে মামলা গ্রহণ করেন। তিন বিচারপতির বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে ঠিক করে দেন প্রধান বিচারপতি। সেই বেঞ্চের সদস্যেরা হলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগের শুনানিতে বিচারপতিরা অভিযুক্তদের কাছে রিপোর্ট তলব করলেও কেউই রিপোর্টের উত্তর দেয়নি। এতেই বেজায় ক্ষুব্ধ হন বিচারপতিরা।

যদিও এদিনের শুনানিতে আদালতে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ। কুণালের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, ‘আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটা ঠিক না। কারণ তিনি ঘটনাস্থলে ছিলেন না। আর জবাব বা প্রত্যুত্তর দেওয়ার জন্য আরও একটু সময় দেওয়া হোক।’ এরপর কুণালের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, ‘যাই বলুন না কেন, কেন দেরি হল আদালত তা জানতে চায়। আমরা সবার বিরুদ্ধে রুল ইস্যু করছি। কারণ নির্দেশ কেউ মানেননি। কাউকে জেলে পাঠানো হচ্ছে না। তাই এই বিষয়ে আর সময় দেওয়া যাবে না। এই প্রেক্ষিতে নির্দেশ, কেন জবাব দিতে এত সময় লাগছে, শুধু মুখে এটা বললেই হবে না। জানাতে হবে লিখিত আকারে।’ আগামী ১৬ জুন এই মামলার পরবর্তী শুনানি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

More like this
Related

Malda | আমের আড়ালে পাচারের চেষ্টা! বিপুল পরিমাণ মদের বোতল সহ গ্রেপ্তার যুবক

মালদা: আমের আড়ালে মদ পাচারের (Liquor Smuggling) চেষ্টার অভিযোগ।...

Sacked teachers | টানা অনশনে অসুস্থ চাকরিহারা শিক্ষকরা, নিয়ে যাওয়া হল হাসপাতালে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাকরিহারাদের (Sacked teachers) অনশনমঞ্চে অসুস্থ...

Mainaguri ATM Robbery | ময়নাগুড়ি এটিএম লুটে ধরা পড়ল তৃতীয় অভিযুক্ত, বাড়ি রাজস্থানে

বেলাকোবা: ময়নাগুড়িতে (Mainaguri) এটিএম লুটকাণ্ডে ধরা পড়ল আরও এক...

VVS Laxman | ভারতীয় দলের কোচ এখন লক্ষণ! কোচিংয়ের সমীকরণ কি বদলে গেল ইংল্যান্ডের মাটিতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মায়ের অসুস্থতার কারণে ইংল্যান্ড থেকে...