রাজ্য

Calcutta high court | লিপস অ্যান্ড বাউন্ডসের সাড়ে ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, আদালতের একাধিক প্রশ্নের মুখে ইডি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাথমিক নিয়োগ মামলায় (Recruitment scam case) ইডি’র (ED) ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta high court)। ইডি আধিকারিকদের সতর্ক হতে বললেন বিচারপতি অমৃতা সিনহা।

বুধবার বিচরপতি জানান, তিনি জানতে পেরেছেন, ইডি-র কয়েকজন অফিসারের কাজে অনীহা আছে। ইডি-র আইনজীবীর উদ্দেশে তাঁর মন্তব্য, ‘তাঁদের সতর্ক হতে বলুন। ভুলে যাবেন না, আদালতের নজরদারিতে তদন্ত চলছে।’ পাশাপাশি আদালত কক্ষে বিচারপতি এও জানান সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একথা বলছেন তিনি। বিচারপতি ইডি অফিসারদের কাছে নিয়োগ সংক্রান্ত মামলায় প্রশ্ন করেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না। যদি না করা হয়, তবে কেন করা হয়নি?

আদালতে জানানো হয়, এখনও পর্যন্ত ইডি ১৪৮ কোটি টাকার সম্পত্তি এবং সিবিআই ১৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) সংস্থার সাড়ে ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিচারপতি বলেন, ‘সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার কথা তাঁর জানা আছে। তবে ওই সম্পত্তির টাকার উৎস কী?’ প্রশ্নের উত্তরে ইডি জানিয়েছে, তদন্তের ওই অংশ সিবিআই (CBI) দেখছে। সিবিআইয়ের আইনজীবী সিল করা খামে রিপোর্ট জমা দেয় আদালতে। সিবিআই জানিয়েছে, একজনের খোঁজ পাওয়া গিয়েছে যে চাকরি দেওয়ার নামে টাকা তুলেছে, তবে অন্য একজনের হয়ে টাকা তোলা হয়েছে।

এদিন সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার ফল, তার অগ্রগতি নিয়েও জানতে চান বিচারপতি। রাজ্যের রিপোর্ট এখনও না আসায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। মামলার পরবর্তী শুনানি হবে ৩০ জুলাই।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

UK Election 2024 | ১৪ বছরের কনজারভেটিভ সরকারের অবসান আসন্ন! প্রধানমন্ত্রীর কুর্সিতে ফিরতে পারবেন সুনাক?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোটপর্ব শুরু হয়েছে ব্রিটেনে (UK Election 2024)। এদিন স্থানীয় সময়…

3 mins ago

NJP | এনজেপির জল-দুর্ভোগ মেটাতে রেলকে চিঠি পদ্ম বিধায়কের

সানি সরকার, শিলিগুড়ি: কোথাও হাঁটুজল, কোথাও আবার তার চেয়ে বেশি। ফলে নিউ জলপাইগুড়ি জংশনে (NJP)…

16 mins ago

Ram Mandir | রাম মন্দিরের পুরোহিতদের গেরুয়া পরা নিষেধ! পোশাক নিয়ে নয়া ফতোয়া কর্তৃপক্ষের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অযোধ্যার রামমন্দিরের (Ram Mandir) পুরোহিতেরা আর পরতে পারবেন না গেরুয়া রঙের…

17 mins ago

Landslide | বিড়িকধারার পর বিপন্ন মেল্লিবাজার, ধসে গেল ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ

শিলিগুড়ি: বিড়িকধারার পর এবার মেল্লিবাজার, ভূমিধস অব্যাহত। বুধবার ওই এলাকায় ভূমিধসে রাস্তার একাংশ ভেঙে তিস্তায়…

23 mins ago

Fire | ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি, পুড়ে ছাই আসবাবপত্র

বক্সিরহাট: বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের(Fire) জেরে ক্ষতিগ্রস্ত হল একটি বাড়ি। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে…

39 mins ago

Siliguri | চুরিচক্রে বানজারা বৌ, উদ্বেগ বাড়ছে শহরে

শিলিগুড়ি: ভিক্ষার আড়ালে শহরে চুরির চক্র গজিয়ে উঠেছে। সম্প্রতি শিলিগুড়ির বিভিন্ন থানায় এধরনের অভিযোগ জমা…

1 hour ago

This website uses cookies.