উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের আদালতে ধাক্কা রাজ্যের। রাজ্য সরকারের ভাতা দেওয়ার নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ৪ সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে বলা হয়েছে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা দিতে বলা হয়েছে।
গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এনিয়ে উচ্চ আদালতে মামলা হয়। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
দুর্নীতির অভিযোগে এসএসসি (SSC) ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান প্রায় ২৬ হাজার জন। এই ২৬ হাজার জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়। গত শুনানিতে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। গত শুক্রবার মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত ছিল। সেই মামলায় এদিন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।