ডিজিটাল ডেস্কঃ কলকাতা পুরসভার আর্থিক পরিস্থিতি অত্যন্ত বেহাল। আগেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শপথ নেওয়ার পর জানিয়েছিলেন, বিশাল দেনা মাথায় নিয়ে তিনি মেয়রের চেয়ারে বসেছেন। কার্যত রাজ্য সরকারের কাছে তিনি ৭০০ কোটি টাকা দেওয়ার আবেদন করেন। পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকেও দুই হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয়। কিন্তু তা সত্বেও পরিস্থিতির যে বিশেষ কিছু হেরফের হয়েছে তা নয়। আর্থিক পরিস্থিতির বেহাল দশার বর্ণনা করে বৃহস্পতিবার সন্ধ্যায় নোটিশ জারী করে বন্ধ করে দেওয়া হল এবার কলকাতা পুরসভার পেনশন। পুরসভার এই নোটিশে বলা হয়েছে ২০২১ এর সেপ্টেম্বরের পরে যেসব পুর কর্মীরা অবসর নিয়েছেন, তাঁদেরকে আপাতত পেনশন দেওয়া যাচ্ছে না। তবে আর্থিক সংকটের কারণে এই মুহূর্তে রীতিমতো মাথায় হাত পুরসভার ২৬০০০ অস্থায়ী কর্মীর। তাঁদেরো বেতন আটকে রয়েছে। কলকাতা পুরসভার এই আর্থিক সংকট এখন কবে মিটবে, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা।
আরও পড়ুনঃ রিভিউ বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর