Thursday, July 4, 2024
HomeTop NewsSukanta Majumder | কেন্দ্রের প্রতিমন্ত্রীরা শুধুই অলংকার! ব্যতিক্রমী হতে পারবেন নতুন মন্ত্রী...

Sukanta Majumder | কেন্দ্রের প্রতিমন্ত্রীরা শুধুই অলংকার! ব্যতিক্রমী হতে পারবেন নতুন মন্ত্রী সুকান্ত ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় এক যুগ কেটে গেলেও বাংলা থেকে কোনও পূর্ণমন্ত্রী নেই কেন্দ্রে। মোদি মন্ত্রীসভার গত ২ টার্মেও বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। তৃতীয় টার্মে মন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর আগেও মন্ত্রীসভাতেও  জাহাজ মন্ত্রকেরই মন্ত্রী ছিলেন। তবে সুকান্ত এবারই নতুন মন্ত্রীত্ব পেলেন। সুকান্তকে শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। একসময় অধ্যাপনা করতেন সুকান্ত। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক ছিলেন তিনি। শিক্ষার সঙ্গে তাঁর যোগ ছিলই। কেউ মনে করছেন সে সব বিবেচনা করেই তাঁকে এই মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আবার কারও মত, বাংলায় শিক্ষা দুর্নীতির কথা ভেবেও সুকান্তকে ওই দায়িত্ব দেওয়া হয়ে থাকতে পারে।

তবে খাতায় কলমে প্রতিমন্ত্রীদের কাজের কথা বলা থাকলেও তার বাস্তবায়ন অনেক সময়ই অধরা থাকে। অটল বিহারী বাজপেয়ী বা মনমোহন সিং জমানায় অনেকের অনুযোগ ছিল, প্রতিমন্ত্রীদের বেশিরভাগই  ফাইল পান না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন অনেক প্রতিমন্ত্রীও। গত মন্ত্রীসভাতেও অনগ্রসর কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে জন বার্লা, বা স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে নিশীথ প্রামাণিকদের কোনও কাজের কথা সেভাবে মনে করতে পারেন না কেউ। এর আগে বাঁকুড়ার সুভাষ সরকার শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তিনিও যে খুব একটা সক্রিয় ছিলেন এমনটা নয়। তবে সুকান্তের শিক্ষা মন্ত্রকে কাজের সুযোগ থাকছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও বাংলার প্রতিবেশী ওডিশার সাংসদ। ফলে এবার সুকান্ত জমানায় কাজের পরিস্থিতি বদলাতে পারে বলে আশাবাদী অনেকেই। তৃণমূল এ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি। তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, “বিজেপি বাংলাকে সবসময়ই বঞ্চনা করে। বাংলার কথা বিজেপি কোনওদিনই ভাবে না। ১৮টা সাংসদ পেয়েও হাফ প্যান্ট মন্ত্রী দিয়েছিল, এখনও হাফ প্যান্ট মন্ত্রী। যদিও সে হাফ প্যান্ট হোন বা ফুল প্যান্ট মন্ত্রী, বাংলার জন্য বিজেপির মন্ত্রীরা যে কিছুই করবেন না তার প্রমাণ পাওয়া গিয়েছে।” যদিও সুকান্ত জানিয়েছেন, তাঁর উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবেন তিনি।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kashmir Heatwave | ভাঙল গত ২৫ বছরের রেকর্ড, তাপমাত্রায় কলকাতাকে হারাল কাশ্মীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহের কবলে ভূস্বর্গ। গত ২৫ বছরের মধ্যে জুলাই মাসে এত গরম পড়েনি জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে। স্বাভাবিকের থেকে...

Pakistan | ফের রক্তাক্ত পাকিস্তান, উপনির্বাচনের প্রচারে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত প্রাক্তন সেনেটর সহ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত পাকিস্তান (Pakistan)। আফগান সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে (Bomb blast) মৃত্যু হয়েছে প্রাক্তন পাক সেনেটর সহ ৪ জনের। ঘটনাকে...

UK Election 2024 | ১৪ বছরের কনজারভেটিভ সরকারের অবসান আসন্ন! প্রধানমন্ত্রীর কুর্সিতে ফিরতে পারবেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোটপর্ব শুরু হয়েছে ব্রিটেনে (UK Election 2024)। এদিন স্থানীয় সময় সকাল ৭টায় (ভারতীয় সময় সকাল সাড়ে ১১টা) শুরু হয়েছে...

NJP | এনজেপির জল-দুর্ভোগ মেটাতে রেলকে চিঠি পদ্ম বিধায়কের

0
সানি সরকার, শিলিগুড়ি: কোথাও হাঁটুজল, কোথাও আবার তার চেয়ে বেশি। ফলে নিউ জলপাইগুড়ি জংশনে (NJP) পা রেখে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। যাঁরা ট্রেন...

Ram Mandir | রাম মন্দিরের পুরোহিতদের গেরুয়া পরা নিষেধ! পোশাক নিয়ে নয়া ফতোয়া কর্তৃপক্ষের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অযোধ্যার রামমন্দিরের (Ram Mandir) পুরোহিতেরা আর পরতে পারবেন না গেরুয়া রঙের পোশাক। তার বদলে পুরোহিতেরা পরবেন হলুদ রঙের পোশাক। শুধু...

Most Popular