উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরীক্ষা হওয়ার একদিন পরেই বাতিল হয়েছে ইউজিসি নেট (UGC-NET Cancelled)। একাধিক কারচুপির অভিযোগের ভিত্তিতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)। পাশাপাশি সিবিআইকে এনিয়ে সরকারের তরফে তদন্ত করতে বলা হয়েছে। এদিকে নেট বাতিল হতেই ফের একবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) বাতিলের দাবিতে সরব হয়েছেন বিরোধীরা।
কেন্দ্রের তরফে ইউজিসি নেট বাতিলের ঘোষণা হতেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) কটাক্ষের সুরে করে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আপনি তো ‘পরীক্ষা পে চর্চা’ অনেক করেন, কবে ‘নিট পে চর্চা’ করবেন? ইউজিসি নেট পরীক্ষা বাতিল লক্ষাধিক শিক্ষার্থীর চেতনার বিজয়। এটা মোদি সরকারের ঔদ্ধত্যের পরাজয়, যারা যুবসমাজের ভবিষ্যত নষ্ট করার চেষ্টা করেছিলেন।’ তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আগে বলেছিলেন যে নিট-এ কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। যখন বিহার, গুজরাট ও হরিয়ানা থেকে শিক্ষা মাফিয়াদের গ্রেপ্তার করা হয়, তখন শিক্ষামন্ত্রী মেনে নেন যে কোথাও কোথাও দুর্নীতি হয়েছে। নিট পরীক্ষা কবে বাতিল হবে?’
.@narendramodi जी,
आप “परीक्षा पर चर्चा” तो बहुत करते हैं, “NEET परीक्षा पर चर्चा” कब करेंगे?
UGC-NET परीक्षा को रद्द करना लाखों छात्र-छात्राओं के जज़्बे की जीत है।
ये मोदी सरकार के अहंकार की हार है जिसके चलते उन्होंने हमारे युवाओं के भविष्य को रौंदने का कुत्सित प्रयास…
— Mallikarjun Kharge (@kharge) June 19, 2024
প্রিয়াংকা গান্ধিও (Priyanka Gandhi Vadra) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিজেপি সরকারের অবহেলা ও দুর্নীতি যুব প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিট কেলেঙ্কারির পর এবার অনিয়মের ভয়ে ১৮ জুন হওয়া নেট পরীক্ষায় বাতিল হয়েছে। জবাবদিহিতা কি এখন ঠিক হবে? এই দুর্বল ব্যবস্থার দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?’ অন্যদিকে আম আদমি পার্টির (AAP) তরফেও বলা হয়, ‘অযোগ্য বিজেপি সরকারের অধীনে কারচুপি ও প্রশ্নপত্র ফাঁস ছাড়া একটি পরীক্ষাও নেওয়া হচ্ছে না। এই সরকার দেশের ভবিষ্যতের বিরাট ক্ষতি করছে। দেশের কোটি কোটি ছাত্রছাত্রী অন্ধকারে ডুবে যাচ্ছে।’
भाजपा सरकार का लीकतंत्र व लचरतंत्र युवाओं के लिए घातक है।
NEET परीक्षा में हुए घपले की खबरों के बाद अब 18 जून को हुई NET की परीक्षा भी गड़बड़ियों की आशंका के चलते रद्द की गई।
क्या अब जवाबदेही तय होगी? क्या शिक्षा मंत्री इस लचरतंत्र की जिम्मेदारी लेंगे?
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 19, 2024
প্রসঙ্গত, গত ১৮ জুন দেশজুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে নেট পরীক্ষা নেওয়া হয়। তারপর ২৪ ঘণ্টা কাটতেই এনটিএর পক্ষ থেকে জানানো হয় ইউজিসির (UGC) কাছে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিকস ইউনিটের তরফে কিছু তথ্য আসে যা খতিয়ে দেখে মনে হয়েছে পরীক্ষাগ্রহণ পদ্ধতিতে কোথাও ফাঁক থেকে গিয়েছে। তাই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।