উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে (Budget 2025) কমানো হয়েছে ক্যানসারের ওষুধের দাম। সেই ওষুধ দিয়ে আদৌ কতটা কাজে লাগে ক্যানাসার নিরাময়ে? মঙ্গলবার এমনই প্রশ্ন তুলল আইএমএ বেঙ্গল (IMA Bengal)। আইএমএ বেঙ্গলের দাবি, যে ১১ টি ওষুধের দাম কমানো হয়েছে, তা সব সময় ক্যানসারের জন্য ব্যবহার করা হয়না। মূলত যে ওষুধগুলো এই মারণ রোগ নিরাময়ের ক্ষেত্রে লাগে, তাঁর দাম কেন কমানো হল না কেন্দ্রীয় বাজেটে? স্বাভাবিকভাবেই আইএমএ-র এই প্রশ্নে শুরু হয়েছে বিতর্ক।
ক্যানসারের (Cancer) ওষুধের দাম কমানো নিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করে আইএমএ রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন (Shantanu Sen) বলেন, ‘বাজেটে যখন প্রথমে ক্যানাসারের ওষুধের দাম কমানোর কথা বলা হয়, তখন এক চিকিৎসক হিসাবে আপাত দৃষ্টিতে খুব ভালো পদক্ষেপ বলে মনে হয়। পরবর্তীক্ষেত্রে পুরো বাজেটটা পড়ার পর দেখা গেল, যে ওষুধগুলোর দাম কমানো হয়েছে, তার ব্যবহার খুব কম।’
এরপর তিনি আরও বলেন, ‘এখন ভারতে যা হার, তাতে প্রত্যেক ৯ জন মানুষের মধ্যে এক জন ক্যানাসারে আক্রান্ত। সেখানে দাঁড়িয়ে প্রচলিত যে ওষুধ, কেমো থেরাপিতে যে ওষুধ লাগে, তার দাম এক ফোঁটাও কমানো হয়নি বাজেটে। তাহলে কোথায় সুরাহা হল?’
উল্লেখ্য, এবারের বাজেটে ক্যানাসার-সহ জীবনদায়ী ৩৬ টি ওষুধের উপর থেকে শুল্ক তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Finance Minister Nirmala Sitharaman)। এই ঘোষণার পর সকলেই খুশি হয়েছিলেন। কিন্তু এদিন শান্তনু সেনের মন্তব্যে নতুন করে শুরু হল বিতর্ক।