কালিয়াচক: গাঁজার গাছ নষ্ট করার অভিযান শুরু করল পুলিশ ও নারকটিক বিভাগ। প্রশাসনিক তৎপরতায় অবৈধ পোস্ত চাষ বন্ধ হয়েছে কয়েক বছর ধরে। ফলে পোস্ত চাষ ছেড়ে গাঁজা চাষের দিকে ঝুঁকেছেন অনেক চাষি। শুক্রবার গোলাপগঞ্জ থানার পুলিশের উদ্যোগে নারকটিক বিভাগ নিয়ে গাঁজা চাষ বিরোধী একটি অভিযান চালানো হয়। সূত্র মারফত খবর পেয়ে চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশকিছু জমির গাঁজা গাছ নষ্ট করে পুলিশ।
প্রসঙ্গত, বছর কয়েক আগে কালিয়াচক ও বৈষ্ণবনগরে ব্যাপকভাবে অবৈধ পোস্ত চাষ করা হত। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে পোস্ত ফলের রস থেকে তৈরি করা হতো ব্রাউন সুগার সহ বিভিন্ন মাদক দ্রব্য। তারপরই পোস্ত চাষের বিরুদ্ধে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। পরবর্তীতে পোস্ত চাষ বন্ধ হয়েছে কালিয়াচক ও বৈষ্ণবনগরে। পোস্ত চাষ বন্ধের পরেই শুরু হয়েছে গাঁজা চাষ। জানা গিয়েছে, মাঠের বিভিন্ন জমিতেই গাঁজার চাষ করতে দেখা গিয়েছে। এদিন চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের লাল শিংটোলা মাঠে বেশ কয়েকটি জমির গাঁজা গাছ নষ্ট করা হয়।
গোলাপগঞ্জ ফাঁড়ির ওসি শ্যামসুন্দর সাহা বলেন, ‘বেশকিছু জমির গাঁজার গাছ নষ্ট করা হয়েছে। সেই সমস্ত জমির প্লটগুলোও চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আগামীদিনেও এই অভিযান চালানো হবে।‘