ডালখোলা: ট্রেনে করে গাজা পাচারের চেষ্টা! বিপুল পরিমাণ গাজা বাজেয়াপ্ত (Cannabis seized) করা হল। গাজা পাচারের অভিযোগে চার মহিলাকে গ্রেপ্তার (Arrest) করল ডালখোলা জিআরপিএফ (GRPF)।
সোমবার রাতে আরপিএফ ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে (Kanchankanya Express) থাকা চার মহিলাকে ডালখোলা স্টেশনে নামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ গাজা উদ্ধার হয়। এরপর ডালখোলা জিআরপিএফ থানার পুলিশের হাতে ওই চার মহিলাকে বমাল তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, চারজনের বাড়ি কোচবিহারের (Cooch Behar) সিতাই থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে প্রায় ১৩ কেজি ৩০০ গ্রাম গাজা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ তিরিশ হাজার টাকা। প্রাথমিক অনুমান, ধৃত মহিলারা গাজা পাচারের কাজে যুক্ত হলেও এর পেছনে বড় চক্র সক্রিয় রয়েছে। ধৃতদের এদিন ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।