উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে (Cannes Film Festival 2025) প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’ (Aranyer Din Ratri)। সম্প্রতি খবরটি সামনে আসে। জানা গিয়েছে, কান-এর মঞ্চে বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত থাকছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore), সিমি গরিওয়াল সহ আরও অনেকে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল।
কানের স্ক্রিনিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শর্মিলা সম্প্রতি জানিয়েছিলেন, “মানিকদার ‘অরণ্যের দিনরাত্রি’ পুনরুদ্ধার করা হয়েছে। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। সত্যিই দারুণ একটা খবর।’ এনিয়ে উচ্ছ্বসিত শর্মিলার পুত্রবধূ করিনাও। ‘পুরাতন’ রিলিজের আগেও শর্মিলা ঠাকুরকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় করিনা বলেছিলেন, ‘আমার শাশুড়ি বরাবরই বাংলার আসল বাঘিনী ছিলেন, থাকবেনও।’
চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ভারতের পাঁচ সিনেমা। ‘অরণ্যের দিনরাত্রি’র পাশাপাশি সেই তালিকায় রয়েছে, ‘হোমবাউন্ড’, ‘তানভি দ্য গ্রেট’, ‘চরক’ এবং ‘আ ডল মেড আপ অফ ক্লে’। কানের স্ক্রিনিংয়ে উপস্থিত থাকছেন শর্মিলা ঠাকুর, সিমি গরিওয়ালরা, ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড মেম্বার তথা পরিচালক ওয়েস আন্ডারসন। এছাড়াও থাকবেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির প্রযোজক পূর্ণিমা দত্ত, ফিল্ম ফাউন্ডেশনের এগজিকিউটিভ ডিরেক্টর মার্গারেট বোদ্দে, ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের শিবেন্দ্র সিং দুঙ্গারপুর সহ আরও অনেকে।