আসানসোল: চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। শনিবার মধ্য রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার সাতাইশা মোড়ের কাছে জিটি রোডে। জানা গিয়েছে, মৃত মোটরবাইক চালকের নাম পার্থ বাউরি (২৫)। আসানসোল দক্ষিণ থানা বড়ধেমো বাউরি পাড়ার বাসিন্দা ছিলেন তিনি। রবিবার আসানসোল জেলা হাসপাতালে ওই যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোলের বাসিন্দা পার্থ বাউরি বাইক করে গতকাল রাত ৩টে কুলটি থানার নিয়ামতপুর থেকে বাড়ির দিকে আসছিল। আসানসোল দক্ষিণ থানার সাতাইশা মোড়ের আসানসোলের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে। তাতে সে মোটরবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করলে এদিন সকালে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।