বালোচিস্তান : বালোচিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। যদিও কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, রবিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী বালোচিস্তান প্রদেশের কিল্লা আবদুল্লা শহরে ঘটনাটি ঘটেছে। আধাসামরিক বাহিনীর জওয়ানদের ভবনের সামনে বিস্ফোরণ হয়। শহরের ডেপুটি কমিশনার আবদুল্লা রিয়াজ বলেছেন, ‘বিস্ফোরণে ভবনের বাইরের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।’ সোমবার পাক সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বোমা হামলায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বালোচ বিদ্রোহীরা এই হামলা চালিয়ে থাকতে পারেন। কারণ গত কয়েকদিন ধরেই পাক সেনা জওয়ানদের ওপর হামলা চালাচ্ছে বালোচিস্তান লিবারেশন আর্মি। হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে পাক সেনা কনভয়। যদিও এবারের হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। অন্যদিকে, বালোচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ ঘটনার নিন্দা করেছেন।