শিলিগুড়ি: কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল রুলেখা খাতুন ও কল্যাণ রায়। বাড়ি যথাক্রমে মালদা ও দার্জিলিংয়ের শিমুলতলা এলাকায়। ধৃতদের কাছ থেকে ২ কেজি ব্রাউন সুগার ও ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। মালদা থেকে এনে এই মাদক শিলিগুড়িতে বিক্রির পরিকল্পনা ছিল। খড়িবাড়ি থানায় ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial