উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘কালীঘাটের কাকুর (Kalighater Kaku)’ ওপর বেজায় চটে সিবিআই! কারণ আজও মুখে কুপুল এঁটে রইলেন ‘কাকু।’ বললেন না একটি কথাও। তাঁর কথা না বলার কারণ, তিনি নাকি ভীষণ অসুস্থ। ফলে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা আজও সংগ্রহ করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফিরতে হল খালি হাতেই।
জানা গেছে, এদিন সকালে ‘কাকুর’ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য তাঁকে হাজির করানোর কথা ছিল আদালতে (Court)। কিন্তু জেল থেকে জানানো হয় তিনি অসুস্থ। তাঁর ভাইরাল ফিভার হয়েছে। সঙ্গে রয়েছে সর্দি কাশি। আদালতে আসার মত তাঁর শারীরিক পরিস্থিতি নেই। সঙ্গে আদালতে পাঠিয়ে দেওয়া হয় তাঁর মেডিকেল রিপোর্ট (Medical Report)। রিপোর্ট হাতে পেতেই পঞ্চমবারের জন্য খালি হাতে ফিরতে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI)।
অন্যদিকে ‘কাকুর’ কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে না পেরে বেজায় ক্ষুব্ধ হয়েছেন সিবিআই আধিকারিকেরা। তাঁরা চাইছেন সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা অন্য উপায়ে নেওয়ার জন্য ব্যবস্থা করা হোক। যদি তেমন মনে হয় তাঁকে জেল থেকে আদালতে নিয়ে আসার জন্য সিবিআই অফিসারকে অনুমতি দেওয়া হোক।