উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চাকরির সুপারিশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর, বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, তৃণমূল বিধায়ক শওকত মোল্লারাও। দুর্নীতির তদন্তে নেমে এমন ২০ জন সুপারিশকারির নামের তালিকা পেয়েছে সিবিআই (CBI)। এ ছাড়া নাম রয়েছে নির্মল ঘোষ, বীণা মণ্ডল, শওকত মোল্লা, শ্যামল সাঁতরা, রমেন্দ্রনাথ বিশ্বাস, গুলশন মল্লিকের। এদের কেউ তৃণমূলের নেতা কেউ বিধায়ক। মমতাবালা ঠাকুর, ভারতী ঘোষ অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তকারীদেরই জবাব দেবেন বলে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন দিব্যেন্দু অধিকারি।
তালিকায় থাকা প্রত্যেকেই চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করেছিলেন বলে মনে করছে সিবিআই। যদিও এদের কাউকেই সিবিআই তলব করেনি। তবে যে সময়ে এই দুর্নীতি হয় সেই সময় দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষ বিজেপিতে ছিলেন না। পরে একে একে এরা বিজেপিতে আসেন।
সূত্রের খবর, বিকাশ ভবনে অভিযান চালিয়ে সিবিআইয়ের তরফে ওই নথি উদ্ধার করা হয়। ওই তালিকা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছিল বলে জানা গেছে। সব মিলিয়ে ৩২৪ জনের নাম সুপারিশ করা হয়েছিল। তবে তাদের কেউ চাকরি পেয়েছে কিনা তা স্পষ্ট নয়।