উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর (CBSE Board Exam 2025) দশম ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল ও থিয়োরি পরীক্ষার সময়সূচি। ১ জানুয়ারি থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল। থিয়োরি পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। সম্পূর্ণ সূচি জানতে ক্লিক করুন cbse.gov.in।
বৃহস্পতিবার সেন্ট্রাল বোর্ডের তরফে অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। শীঘ্রই দশম ও দ্বাদশ শ্রেণির বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখও প্রকাশ করা হবে। সেই তথ্য মিলবে বোর্ডের ওয়েবসাইটে। উভয় শ্রেণির সব বিষয়ের প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট ও অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর বণ্টন সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দিয়েছে বোর্ড।
পরীক্ষার্থীদের জন্য বিষয়ের নাম, কোড, লিখিত, প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট ও অভ্যন্তরীণ পরীক্ষার সর্বাধিক নম্বর সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ওয়েবসাইটে। প্রতিটি বিষয়ের জন্য সর্বোচ্চ নম্বর নির্ধারণ করা হয়েছে ১০০। এই নম্বর লিখিত, প্র্যাকটিক্যাল, অ্যাসাইনমেন্ট ও অভ্যন্তরীণ পরীক্ষার মধ্যে বণ্টন করা হবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রতিটি স্কুলকে (School) সঠিকভাবে সমস্ত নম্বর আপলোড করতে হবে। একবার আপলোড করা সংখ্যা আর পরিবর্তন করা যাবে না। ৭৫ শতাংশ উপস্থিতি থাকলে একজন পড়ুয়া পরীক্ষায় বসার অনুমতি পাবে।