শিলিগুড়িঃ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(সিবিএসই) পরীক্ষায় দ্বাদশে নজরকাড়া ফল করল শিলিগুড়ির দুই পড়ুয়া। মঙ্গলবার সিবিএসই পরীক্ষার দশম ও দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশ হয়েছে। ৯৮.৮শতাংশ নম্বর পেয়ে দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম হয়েছেন টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের কলা বিভাগের ছাত্রী হিয়াশ্রী পাল। অন্যদিকে, ৯৮.৪শতাংশ নম্বর পেয়ে দশমে জেলার সম্ভাব্য সেরা জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের ছাত্রী প্রেরণা শর্মা। দুই পড়ুয়ার সাফল্যে খুশির হাওয়া স্কুলে।
প্রাইভেট টিউশনের উপর নয়, বরং শুধুমাত্র স্কুলে মনোযোগ দিয়ে পড়াশোনা করেই সাফল্য পেয়েছেন চম্পাসারির বাসিন্দা হিয়াশ্রী পাল। সিবিএসই দ্বাদশ পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৪৯৪। রাষ্ট্রবিজ্ঞানে ১০০, অর্থনীতিতে ৯৯, ভূগোলে ৯৯, শরীরশিক্ষায় ৯৯, ইতিহাসে ৯৭, ইংরেজিতে ৯৫ পেয়েছে। পড়াশোনা করতে তাঁর সবসময়ই ভালো লাগে। দ্বাদশ শ্রেণীতে উঠার পর থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিলেন এই মেধাবী ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সংবাদপত্র ও বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসে সে। হিয়াশ্রী জানায়, ‘কোনওদিন সময়বেঁধে পড়াশোনা করিনি। বরং যখন ইচ্ছে হয়েছে পড়তে বসেছি। টার্গেট ছিল ৯৮ শতাংশ পাওয়ার কিন্তু তার থেকেও বেশি পেয়েছি।’ হিয়াশ্রী রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে সরকারি কলেজে পড়াশোনা করতে চান। তাঁর সাফল্য খুশি বাবা বাবুল পাল ও মা সুপ্রিয়া পাল সহ স্কুল কর্তৃপক্ষ।
অন্যদিকে, জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের ছাত্রী প্রেরণা শর্মাও কোন প্রাইভেট টিউশন ছাড়াই নজরকাড়া এই ফলাফল করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ১০০, এসএসটি ৯৯, সায়েন্স ৯৮, অঙ্ক ৯৮, ইংরেজি ৯৫ এবং হিন্দীতে ৯৭ পেয়েছে। মাটিগাড়ার হিমাঞ্চল বিহারের বাসিন্দা প্রেরণা আক্ষেপ করে বলেন, ৯৯শতাংশের উপরে নম্বর পাবো বলে আশা করেছিলাম। তবে একটু কম পেয়েছি। মেয়ের এই সাফল্যে খুশি তাঁর বাবা আশুতোষ কুমার ও মা পুনম কুমারী। ইতিমধ্যেই জেইই পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে সে।