উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল চলতি বছরের দ্বাদশ শ্রেণির সিবিএসই-র ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় ফল ঘোষণা করা হল। গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে .৪১ শতাংশ। এরমধ্যে মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ, ছেলেদের পাশের হার ৮৫.৭০ শতাংশ। অর্থাৎ, মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় বেশি। অন্যদিকে, রূপান্তরকামীদের পাশের হার ১০০ শতাংশ ।
চলতি বছর সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হয় ৪ এপ্রিল। সারা দেশজুড়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ লক্ষ। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৭,৩৩০ টি।
কীভাবে রেজাল্ট দেখবে পরীক্ষার্থীরা? জেনে নিন
বোর্ডের ওয়েবসাইট cbseresults.nic.in এবং results.cbse.nic.in -এ গিয়ে পরীক্ষার্থীরা রেজ়াল্ট দেখতে পারবেন। এছাড়াও ডিজিলকার এবং উমাঙ্গ অ্যাপের মাধ্যমেও রেজাল্ট দেখা যাবে। প্রথমে সিবিএসই-র ওয়েবসাইট cbseresults.nic.in বা results.cbse.nic.in-এ যেতে হবে। এরপর হোমপেজ থেকে রেজাল্ট লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে নিজেদের রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড আইডি লিখে ক্লিক করলে রেজ়াল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। এরপর সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে তাঁদের।