Tuesday, January 21, 2025
Homeউত্তরবঙ্গকোচবিহারMJN Medical College & Hospital | ভাঙচুরের পর ক্যামেরা উধাও, অভিযোগ দায়ের...

MJN Medical College & Hospital | ভাঙচুরের পর ক্যামেরা উধাও, অভিযোগ দায়ের করবে এমজেএন মেডিকেল কর্তৃপক্ষ

শিবশংকর সূত্রধর, কোচবিহার: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের (MJN Medical College & Hospital) শৌচালয় ভাঙচুরের পর এবার বয়েজ হস্টেল থেকে একটি সিসিটিভি ক্যামেরা উধাওয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে। যা নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে মেডিকেল কলেজে। এই ঘটনার পিছনেও চিকিৎসকদের উত্তরবঙ্গ লবির ছত্রছায়ায় থাকা পড়ুয়ারা থাকতে পারেন বলে মনে করছে কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে সোমবার শৌচালয় ভাঙচুরের অভিযোগ উঠেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইতিমধ্যেই ভাঙচুরের ঘটনায় কারা জড়িত তা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বুধবার মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্মলকুমার মণ্ডল বলেছেন, ‘সরকারি সম্পত্তি নষ্ট করা কখনোই মেনে নেওয়া যায় না। বারবার কলেজে নানা ধরনের অসংগতি আমরা লক্ষ করছি। বয়েজ হস্টেল থেকে নতুন করে আবার একটি সিসি ক্যামেরার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হচ্ছি।’

এমজেএন মেডিকেলের বিভিন্ন সমস্যা নিয়ে জটিলতা লেগেই রয়েছে। প্রথমে সোমবার এমবিবিএস-এর দ্বিতীয় বর্ষের পরীক্ষায় নকল করার অভিযোগে চার পড়ুয়ার প্রথম খাতাটি বাতিল করে দেওয়া হয়। পরে অবশ্য অন্য খাতায় পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন পড়ুয়ারা। নকলের অভিযোগে এক পড়ুয়ার সেদিনের পরীক্ষাটি বাতিল হয়েছে। নকল সরবরাহ বন্ধ করতে কর্তৃপক্ষ কড়া হওয়ায় সেদিনই একটি শৌচালয় ভাঙচুরের অভিযোগ ওঠে। একটি সিসি ক্যামেরায় দেখা গিয়েছে শৌচালয়ে তিনজন পড়ুয়াকে ঢুকতে। তারাই ভাঙচুরের ঘটনায় জড়িত কি না তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। সেই রেশ কাটতে না কাটতে ফের সিসিটিভি ক্যামেরা উধাওয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। নকলে বাধা দেওয়াতেই তার ‘প্রতিশোধ’ হিসেবে মেডিকেলের অন্দরে বিশৃঙ্খলা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উত্তরবঙ্গ লবির একটি বড় অংশ এমজেএন মেডিকেলে সক্রিয় রয়েছে। লবির কয়েকজন চিকিৎসক নেতার মদতে এখানে একটি ‘গ্যাং’ সক্রিয় বলে অভিযোগ। আরজি কর কাণ্ডের পর তাঁদের কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেই গ্যাং খানিকটা নিশ্চুপ হয়ে গেলেও এমবিবিএস-এর পরীক্ষা শুরু হতেই ফের সেটি সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ, গ্যাংয়ের পক্ষে থাকা ছাত্রছাত্রীদের নকল সরবরাহ করার দায়িত্ব ছিল ‘সিনিয়ার’ কয়েকজন পড়ুয়ার ওপর। কিন্তু কর্তৃপক্ষের কড়াকড়িতে সেই কাজ বাস্তবায়ন হয়নি বলে দাবি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় নকল রুখতে প্রথম থেকেই কড়া পদক্ষেপ করা হচ্ছে। আটটি ক্যামেরার মাধ্যমে ‘লাইভ স্ট্রিমিং’ করে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও অধ্যক্ষ নিজে নজরদারি রেখেছেন। কিন্তু এতকিছুর পরেও যারা নকল সরবরাহের চেষ্টা ও ভাঙচুর করে পরীক্ষা বিঘ্নিত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। মেডিকেলের এক আধিকারিক জানান, বৃহস্পতিবার মেডিকেলে কোনও পরীক্ষা না থাকলেও শুক্রবার এমবিবিএস-এর পরীক্ষা রয়েছে। সেখানেও একইভাবে কঠোর নজরদারি রাখা হবে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fear of unknown smells | অজানা গন্ধে আতঙ্ক পতিরামে, অস্বস্তির শিকার একাধিক মানুষ

0
পতিরাম: অজানা গন্ধে আতঙ্ক থেকে দক্ষিণ দিনাজপুরের পতিরামের একাধিক এলাকায়। সোমবার বিকেল থেকে এক বিকট গন্ধে আচ্ছন্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। গন্ধের কারণে এই...

Fire | তুরস্কের রিসর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু কমপক্ষে ৬৬ জনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রিসর্টে (Resort) বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। মৃত্যু হল অন্তত ৬৬ জনের। জখম ৫১ জন। তুরস্কের (Turkey) বোলু শহরে ঘটনাটি ঘটে। হতাহতের...

ICDS Center | চাকরি না মেলায় আন্দোলনে শামিল জমিদাতারা, একই দিনে ৩৪ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে...

0
শীতলকুচি: চাকরির প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় একই দিনে শীতলকুচি ব্লকের ৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (ICDS Center) তালা ঝোলালেন জমিদাতারা। সোমবার ওই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা...

South Dinajpur University | অচলাবস্থা কাটল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের, দেড়মাস পর যোগ দিলেন নতুন...

0
বালুরঘাট: অনেক গড়িমসির পর অবশেষে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক প্রনব ঘোষ। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করতেন। প্রায় দেড়...

Buffalo Smuggling | মোষ পাচারে আঙুল ফুলে কলা গাছ

0
আলিপুরদুয়ার ব্যুরো: মোষ পাচার কাণ্ডের অন্যতম পান্ডা কার্তিক দাসকে শনিবার পুলিশ গ্রেপ্তার করেছে (Buffalo Smuggling)। তার পরিবারের দাবি, কার্তিক নিরপরাধ। এদিকে এলাকায় কিন্তু মোষ...

Most Popular