উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যতক্ষণ ধরে মোবাইল ব্যবহার করুন না কেন তার সঙ্গে ব্রেন বা হেড ক্যানসারের কোনও সংযোগ নেই বলে জানাল হু। সম্প্রতি তারা বিশ্বজুড়ে একটি সমীক্ষা চালিয়েছিল, যাতে দেখা হয়েছে, মোবাইল ফোনের মতো আধুনির প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মানুষের শরীরে প্রভাব পড়ছে কি না। গবেষণায় দেখা গিয়েছে, সাম্প্রতিককালে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ক্যানসার বাড়ায়নি।
গবেষক দলের প্রধান কেন কারিপিডিসের কথায়, ‘আমরা এই উপসংহারে পৌঁছেছি যে, মোবাইল ফোন এবং ব্রেন ক্যানসার বা হেড অ্যান্ড নেক ক্যানসারের মধ্যে কোনও সংযোগ নেই। এমনকি মোবাইল ফোেনর ব্যবহার বাড়লেও ব্রেন টিউমারের হার কিন্তু স্থিতিশীল রয়েছে।’
তবুও বিশেষজ্ঞদের পরামর্শ, সবসময় মোবাইল ফোনে বঁুদ হয়ে না থেকে খানিকটা সময় দূরে থাকুন। বাচ্চাদেরও ফোন থেকে দূরে রাখাই শ্রেয়।