উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে কি মিলল সাফল্য? এবার কেন্দ্রের তরফে মুখোমুখি আলোচনায় বসার আশ্বাস মিলতে ১৬ দিনের অনশন(hunger strike) ভাঙলেন জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। লাদাখের( Ladakh ) পূর্ণ রাজ্যের দাবি সহ একাধিক দাবিতে গত ৬ অক্টোবর থেকে দিল্লির লাদাখ ভবনের সামনে অনশনে বসেছিলেন সোনম। অনশনের মাঝেই দিল্লি পুলিশ তাঁদের থানায় তুলে নিয়ে যায়। কিন্তু মনোবল ভাঙা যায়নি সোনমের। অনশনে অনড় ছিলেন তিনি। অবশেষে সোমবার অনশনের ১৬ তম দিনে সোনমদের সঙ্গে দেখা করতে যান জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জয়েন্ট সেক্রেটারি প্রশান্ত লোখাণ্ডে। স্বরাষ্ট্রমন্ত্রকের পাঠানো একটি চিঠি এদিন সোনমের হাতে তুলে দেন প্রশান্ত। চিঠির বয়ান, আগামী ৩ ডিসেম্বর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসবে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের তরফে এই বহু প্রতীক্ষিত লিখিত প্রতিশ্রুতি মিলতেই অনশন ভাঙেন সোনম।
প্রসঙ্গত, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে সোনমের এই লড়াই দীর্ঘদিনের। তাঁর পরিস্কার বক্তব্য, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। লাদাখের জন্য একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হোক। সেই সঙ্গে লেহ এবং কার্গিল জেলার জন্য পৃথক পৃথক লোকসভা আসনের বন্দোবস্ত করা হোক। এই সমস্ত দাবিগুলি নিয়ে বারবার আওয়াজ তুলেছেন বাস্তব জীবনের ‘র্যাঞ্চো’। উল্লেখ্য, এর আগেও চলতি বছরের মার্চ মাসে ২১ দিনের অনশনে বসেছিলেন ওয়াংচুক। শুধু নুন-জল ছাড়া কিছুই মুখে তোলেননি ওই ২১ দিন। দাবি ছিল একটাই, লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে। সেই দাবিগুলিকেই আবার দিল্লির দরবারে পৌঁছে দিতে সম্প্রতি অনুগামীদের নিয়ে লেহ থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা করেন সোনম। গত ৩০ সেপ্টেম্বর দিল্লির সিঙ্ঘু সীমানার কাছে সেই পদযাত্রা থেকে সোনম সহ অনেককে আটক করে দিল্লি পুলিশ। সেই পদযাত্রা থেকে একাধিক আশীতিপর বৃদ্ধকেও আটক করা হয়েছিল। পরে ২ অক্টোবর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এর পরেই অনশনে বসেছিলেন সোনমরা। অবশেষে কেন্দ্রের তরফে আলোচনায় বসবার লিখিত প্রতিশ্রুতি মিলতে অনশন ভাঙলেন সোনম। এখন কেন্দ্রের সঙ্গে এই আলোচনা কতোটা ফলপ্রসূ হয় সেটিই লাখ টাকার প্রশ্ন।