উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মণিপুরের (Manipur) দিকে কড়া নজর শায়ের দপ্তরের। দিল্লি এবং ইম্ফলে শুরু হল তৎপরতা। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন অমিত শা (Amit Shah)। বৈঠকের পর মণিপুরের তিনটি মামলার তদন্তভার এনআইএ-র (NIA) হাতে তুলে দিয়েছে শায়ের দপ্তর।
এদিন সন্ধ্যেতে মণিপুরের রাজধানী ইম্ফলে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সেখানে উপস্থিত থাকবেন বিজেপি এবং শরিক দলগুলির বিধায়কেরা। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এনআইকে কোন ৩ টি মামলা তুলে দিয়েছে তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে জানা গেছে তদন্তে গতি আনতে তৎপর শায়ের দপ্তর।
উল্লেখ্য, এনপিপি (NPP) সমর্থন প্রত্যাহার করলেও পতন ঘটবে না বীরেন সরকারের। ৬০ আসন বিশিষ্ট মণিপুর বিধানসভায় ৩৭ জন বিজেপির বিধায়ক রয়েছে। সে রাজ্যে সরকার টেকানোর জন্য প্রয়োজন ৩১। অন্যদিকে, বীরেন সরকারকে এখনও অবধি সমর্থন জানাচ্ছে এনপিএফ-এর ৫ বিধায়ক, নীতীশ কুমারের দল জেডিইউ-র এক বিধায়ক এবং তিন নির্দল বিধায়ক। তাই কনরাডের দলের সাত বিধায়কের সমর্থন খোয়ালেও আপাতত সরকারের স্থায়িত্ব নিয়ে চিন্তা নেই বিজেপির। এই প্রসঙ্গ উল্লেখ করে এক এনপিপি বিধায়কের দাবি, এ বার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে যথেষ্ট কাঠখড় পোড়়াতে হবে বীরেনকে।