বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

CM Mamata Banerjee | ‘বাংলাকে ডুবিয়ে ডিভিসিকে বিক্রি করতে চাইছে কেন্দ্র’, দুর্গাপুরে ব্যারেজ পরিদর্শনে গিয়ে তোপ মমতার

শেষ আপডেট:

দুর্গাপুর: রাজ্য সরকারকে না জানিয়ে জলাধার থেকে জল ছেড়েছে কেন্দ্র সরকার। এভাবেই বাংলার মানুষকে ডুবিয়ে এখন ডিভিসিকে বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দিতে চাইছে কেন্দ্র। সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠকের পরে দুর্গাপুরে এভাবেই কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দু’দিনের জেলা সফরে সোমবার সকালে পূর্ব বর্ধমান আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পাশাপাশি প্রশাসনিক বৈঠক করেন। বিকেলে পূর্ব বর্ধমান থেকে সড়ক পথে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আসেন তিনি। প্রথমে তিনি দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করেন। তারপর ব্যারেজ সংলগ্ন বন্যা কবলিত সীতারামপুর মানা এলাকাতে আসেন তিনি। সেখানে তিনি দুর্গতদের সঙ্গে দেখা করে, তাদের সঙ্গে কথা বলেন। তাদের হাতে মুখ্যমন্ত্রী তুলে দেন ত্রিপল সহ অন্য ত্রাণ সামগ্রী। এরপর মুখ্যমন্ত্রীর কনভয় এসে পৌঁছায় দামোদর তীরবর্তী সীতারামপুর এলাকার যুব আবাস ভবনে। সেখানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় , মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা।

সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিগত কয়েকদিনের মতে ডিভিসির জল ছাড়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমতা। তিনি বলেন, ‘রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। এখনও ছাড়ছে জল। যার ফলে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।‘ তিনি আরও বলেন, ‘ডিভিসি কোনও কাজ করে না। ব্যারাজ ড্রেজিং করা হয় না। আগে যেখানে ৪ লক্ষ কিউসেক টন জল ধরে রাখার ক্ষমতা ছিল, এখন তা ২০ শতাংশে নেমে এসেছে। ঠিক যেভাবে ইসিএলকে বিক্রি করে দেওয়া হচ্ছে, সেভাবেই ডিভিসিকে বিক্রির চেষ্টা হচ্ছে। এভাবেই সবকিছু চলছে। প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ মরলেও খবর নেয় না কেন্দ্র সরকার। শুধু ভোটের সময় তাদেরকে বাংলায় দেখা যায়।‘

মমতা বলেন, ‘দেখলাম আকাশ কালো করে আছে। আবার দু’তিনদিন বৃষ্টি হবে। তখন আবার জল ছাড়বে। তখন কাকে ডোবাবে কে জানে? বিপদ আসছে। তাই সবাইকে সজাগ থাকতে বলছি। জেলা প্রশাসনকে বলেছি রিলিফ সেন্টারের জায়গা খুঁজে রাখতে। বন্যা দুর্গতদের প্রশাসন রিলিফ দিচ্ছে। পুলিশের তরফেও রিলিফ দেওয়া হচ্ছে। দলের তরফেও যতটা করা যায়, তা করা হচ্ছে। আমি ইতিমধ্যেই সব তালিকা করতে বলেছি। রাস্তা ও বাড়ির তালিকা করা হচ্ছে। ডিসেম্বরে যে বাড়ি দেওয়া হবে, তার তালিকার সঙ্গে এইসব মানুষদের তালিকা মিলিয়ে নিতে বলেছি।‘

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার দুর্গাপুর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিযাপন করবেন। সেই কারণে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের পাশাপাশি  প্রচুর পুলিশকর্মী সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুর থেকে জেলা সফরে বীরভূমে যাওয়ার কথা।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Bolpur | গড়া হবে বহুতল! শান্তিনিকেতনে ভাঙা হচ্ছে অবনীন্দ্রনাথের বাড়ি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এলাকার মানুষের কাছে ‘অবনপল্লী’ বড়...

Maynaguri | শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ শিশুকন্যা সহ দম্পতি

বাণীব্রত চক্রবর্তী ও দীপঙ্কর বিশ্বাস, ময়নাগুড়ি : শ্বশুরবাড়ি থেকে...

Alipurduar | জলাশয় বাঁচাতে ঘোষণাই সার, ঝিলের ওপর পুরসভার গ্যারাজ

অসীম দত্ত, আলিপুরদুয়ার : শহরের ঝিলগুলি সংস্কার করা ও...

Shankar Ghosh | শংকর ঘোষকে নয়া দায়িত্ব দিলেন স্পিকার! সুকৌশলে দায় এড়ালেন শিলিগুড়ির বিধায়ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে...