উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা বা নিটে (NEET) প্রশ্নপত্র ফাঁস ঘিরে বিতর্ক তুঙ্গে। তা সত্ত্বেও কেন পরীক্ষা বাতিল করছে না কেন্দ্র? এর পেছনে থাকা কারণ এবার স্পষ্ট করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।
এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ‘নিটের প্রশ্নপত্র ফাঁসের ফলে খুব কম সংখ্যক পরীক্ষার্থীই প্রভাবিত হয়েছে। ২০০৪ ও ২০১৫ সালে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, কিন্তু তাতে কেলেঙ্কারির মাত্রা ব্যাপক থাকায় গোটা পরীক্ষা বাতিল করা হয়েছিল। তাই নিট বাতিল করলে লক্ষাধিক পড়ুয়া যাঁরা স্বচ্ছতার সঙ্গেই পরীক্ষায় পাশ করেছিলেন তাঁদের সঙ্গে অন্যায় হবে।’ পাশাপাশি তিনি আরও জানান, নিট সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছে এবং এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
অন্যদিকে, নিট বিতর্কের মাঝেই বুধবার ইউজিসি নেটও (UGC-NET) বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। অস্বচ্ছতার কারণ দেখিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়। এই পরিস্থিতিতে অবশেষে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। তাঁর দাবি, উচ্চস্তরের কমিটি তৈরি করে এই বিষয়ে তদন্ত করা হবে। কেউই ছাড় পাবেন না। সরকারের কাছে যে পড়ুয়াদের স্বার্থই অগ্রাধিকার পাবে সেকথাও জানিয়েছেন তিনি। একইসঙ্গে নিট পরীক্ষা নিয়ে বিরোধীদের রাজনীতি না করার অনুরোধও করেছেন তিনি।