কলকাতা: পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বৃহস্পতিবার এমন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসা রুখতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে।
পঞ্চায়েত ভোটের গণনা শুরু হবে আগামী ১১ জুলাই। কিন্তু প্রক্রিয়া শেষ হতে হতে ১২ তারিখ হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায় সেজন্য ১২ জুলাইয়ের পর আরও ১০ দিন বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি ব্যালট বাক্সের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বিজেপি তথা বিরোধীদের দাবি ছিল, ভোট পরবর্তী হিংসার ঘটনা ঠেকাতে ফলপ্রকাশের পরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকুক বাংলায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী গুরুকৃষ্ণ কুমারের আর্জি ছিল, ভোট পরবর্তী হিংসা রুখতে ফল ঘোষণার পর অন্তত দু’সপ্তাহ বাহিনী মোতায়েন থাকুক এরাজ্যে। আদালত নির্দেশ দিয়েছে, ভোটের ফলপ্রকাশের পর আরও ১০ দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।