কলকাতা: রাজ্যের মিড-ডে মিল প্রকল্পে ২০০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। সোমবার টুইট করে একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে তিনি আরও জানান, বাংলার মিড-ডে মিল ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্র। শিক্ষামন্ত্রকের সচিব ও পিএম পোষণ প্রকল্পের আধিকারিকদের সঙ্গে গতকাল তাঁর বৈঠক ছিল। সেখানে রাজ্যের মিড-ডে মিল সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেন ব্রাত্য। সব শুনে রাজ্যের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রের পিএম পোষণ বিভাগ। এরপরই ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পে ২০০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয় বলে ব্রাত্য জানিয়েছেন।
এর আগে বাংলায় শুধু স্কুলের খাবার খাতেই ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিল কেন্দ্রীয় সরকারেরই সংস্থা জয়েন্ট রিভিউ কমিশন। চালের বরাদ্দ থেকে শুরু করে মিড-ডে মিলের খাবারের মান নিয়েও প্রশ্ন তুলেছিল তারা। রাজ্যের বিভিন্ন স্কুল ঘুরে কমিশনের সদস্যরা কেন্দ্রের কাছে এই মর্মে রিপোর্ট পেশ করে। যদিও কেন্দ্রেরই পিএম পোষণ বিভাগ এবার বাংলার মিড-ডে মিলের প্রশংসা করেছে বলে দাবি করলেন ব্রাত্য। তাঁর বক্তব্য, ‘জয়েন্ট রিভিউ কমিশনের রিপোর্ট ছিল পুরো ভিত্তিহীন।’