দার্জিলিং: পাহাড় ইস্যুতে ফের আলোচনার দরজা খুলতে চাইছে কেন্দ্রীয় সরকার। আগামী জুন মাসেই পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজতে বৈঠক ডাকতে পারে দিল্লি। এই বৈঠকে রাজ্য সরকারের পাশাপাশি পাহাড়ের রাজনৈতিক দলগুলোকেও ডাকা হবে।
২০২১ সালের অক্টোবর মাসে দিল্লিতে শেষ ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই বলা হয়েছিল, আগামী মাসে ফের বৈঠক হবে। কিন্তু দেড় বছর পরেও আর বৈঠক হয়নি। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট পাহাড়ের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের সঙ্গে দেখা করেছিলেন। সেই বৈঠকের পরেই কেন্দ্র এই বৈঠকের পদক্ষেপ করছে বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে পাহাড়ে আন্দোলন চলেছে। গোর্খা জনমুক্তি মোর্চা জিটিএ গ্রহণ করলেও গোর্খাল্যান্ডের দাবি কখনও ছাড়েনি। জিটিএ-র মাধ্যমে পাহাড়ের উন্নয়নের কাজ চললেও দীর্ঘদিনের সমস্যা মেটাতে ত্রিপাক্ষিক বৈঠকও চলছিল। কয়েক বছর ধরে কেন্দ্র-রাজ্য তিক্ততার জেরে এই আলোচনা স্থগিত হয়ে যায়। সামনেই লোকসভা ভোট রয়েছে। রাজনৈতিক কারণেই তার আগেই পাহাড় নিয়ে ফের আলোচনার দরজা খুলতে চাইছে বিজেপি।