কলকাতা: জিতলেই কলকাতা লিগ একপ্রকার নিশ্চিত হয়ে যেত। ফুটবলপ্রেমীরাও ভেবেছিলেন চলতি কলকাতা লিগে দুরন্ত ছন্দে থাকা ইস্টবেঙ্গল সহজেই হারিয়ে দেবে ধারাবাহিকতার অভাবে ভোগা মহমেডান স্পোর্টিং ক্লাবকে। কিন্তু শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে লিগ শেষমুহূর্তে জমিয়ে দিল মহমেডান। ভাগ্য ভালো থাকলে এদিন জিততেও পারত হাকিম সেগুন্ডোর দল। গোটা লিগ জুড়ে দুরন্ত ছন্দে থাকা ইস্টবেঙ্গলকে স্বাভাবিক ছন্দে দেখা গেল না। কিছুটা আত্মতুষ্টি ও ছন্দে না থাকা মহমেডানকে হালকাভাবে নেওয়ার মাশুল দিতে হল তাদের।
২১ মিনিটেই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। জোসেফ আদজেইয়ের বাড়ানো পাস থেকে সাদা-কালো শিবিরকে এগিয়ে দেন বামিয়া সামাদ। এক্ষেত্রে লাল-হলুদ রক্ষণভাগ দায় এড়াতে পারে না। তবে ৪০ মিনিটে কিছুটা ভাগ্যের জোড়ে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। চলতি বলে তন্ময় দাসের শট জেসিন টিকের পায়ে লেগে গোলে ঢুকে যায়। ৫১ মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুলে আবারও এগিয়ে যায় মহমেডান। সুজিত সিংয়ের পাস থেকে বল পান লালথানকিমা। কিন্তু তিনি বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল ক্লিয়ার করতে ব্যর্থ হন ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা। বক্সে থাকা রবিনসন সিং দুরন্ত শটে গোল করে যান।
এদিন ইস্টবেঙ্গল ডিফেন্সকে শুরু থেকেই নড়বড়ে লাগছিল। আসলে চাকু মান্ডি, আদিল আমলের মতো ডিফেন্ডাররা চোটের জন্য বাইরে থাকায় স্বাভাবিক ছন্দে ছিল না লাল-হলুদ ডিফেন্স। তারই ফায়দা তোলে মহমেডান। অবশেষে ৭৬ মিনিটে ব্যক্তিগত নৈপুন্যে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলের হার বাঁচান জেসিন। এই নিয়ে লিগে তাঁর ১৪টি গোল হয়ে গেল। এদিন ড্র করার ফলে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট। আপাতত হিসেব বলছে ডায়মন্ড হারবারকে হারালেই লিগ খেতাব নিশ্চিত ইস্টবেঙ্গলের। এদিকে আই লিগ তৃতীয় ডিভিশনের জন্য ২২ তারিখ কাস্টমসের বিরুদ্ধে ডায়মন্ড হারবার ম্যাচ খেলতে পারবে না বলেই জানিয়েছে আইএফএ-কে।