কলকাতা: ম্যাচ শুরু হতে তখনও আধঘণ্টা বাকি। ধীরে ধীরে সমর্থকরা ইস্টবেঙ্গল মাঠে আসতে শুরু করছেন। সেইসময় নামল প্রবল বৃষ্টি। সেই সঙ্গে হালকা মেঘের গর্জন। যার জেরে স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচ। দুপুর তিনটায় ম্যাচ শুরু করার কথা ছিল। ম্যাচ কমিশনার দেবজিৎ দাস ৪৫ মিনিট অপেক্ষা করেন। বিকেল পৌনে চারটে নাগাদ ম্যাচ স্থগিতের কথা জানান। কারণ হিসেব তিনি বলেছেন, ‘যেভাবে বাজ পড়ছিল তাতে ম্যাচ করাটা ঝুঁকির হয়ে যেত। তাছাড়া বৃষ্টি থামার পর যদি ম্যাচ শুরু করতাম তাহলে পর্যাপ্ত আলোর অভাবে ম্যাচটা শেষ করতে পারতাম না। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’ ইস্টবেঙ্গল মাঠে অবশ্য ফ্লাড লাইটের ব্যবস্থা রয়েছে। কিন্তু সেগুলি ভালো অবস্থায় নেই বলেই জানিয়েছেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেছেন, ‘ফ্লাড লাইটের অবস্থা ভালো নয়। আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে এই বিষয়ে জানিয়েছি।’ এদিকে স্থগিত হওয়া ম্যাচটি আজ দুপুর একটায় ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা।