মালবাজার: দেড় দশক পর নিজের বাড়িতে ফিরলেন মালবাজারের গুরজংঝোড়া চা বাগানের বাসিন্দা চম্পা ওরাওঁ। ২০০৭ সালে বাড়ি থেকে কাজে যাচ্ছি বলে বেরিয়ে হারিয়ে যান চম্পা ওরাওঁ। পরে একবার ফোনে পঞ্জাবে থাকার কথা জানালেও আর কোনও যোগাযোগ ছিল না পরিবারের সঙ্গে। সম্প্রতি হাওড়ায় এক স্বেচ্ছাসেবীর উদ্যোগে পরিবারের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। এদিন ছেলে কিরণ ওরাওঁ তাঁকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে ফিরিয়ে নিয়ে আসেন। দেড় দশক পরে নিজেদের মানুষকে আবার ফিরে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল শ্রমিক মহল্লায়। চম্পা ওরাওঁকে ফিরিয়ে আনতে যাবতীয় সহযোগিতা করেছে মালবাজার থানার পুলিশ।
বন্যপ্রাণীর মাংস দিয়ে ভোজের আয়োজন, বন দপ্তরের অভিযানে গ্রেপ্তার ৩
ময়নাগুড়ি: বন্যপ্রাণী শিকারের পর বনবাংলোর কাছেই একটি বাড়িতে চলছিল মহাভোজের আয়োজন, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিল বন দপ্তর। বনকর্মীদের অভিযানে...
Read more