উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছরই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন (Jharkhand assembly election 2024)। তাই ভোটের আগে ঘুঁটি সাজাচ্ছে সব রাজনৈতিক দল। এসবের মাঝে ঝাড়খণ্ডে (Jharkhand) এবারের নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের (Champai Soren) ভূমিকা নিয়ে জল্পনা চলছে। সোমবার রাতে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
কর্মী-সমর্থকদের কাছে ‘ঝাড়খণ্ডের বাঘ’ হিসেবে পরিচিত চম্পাই সোরেন। ঝাড়খণ্ডের বর্তমান শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা তিনি। বিহার থেকে পৃথক হয়ে ঝাড়খণ্ড রাজ্য তৈরির ক্ষেত্রে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। চলতি বছর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। কারণ সেইসময় ইডির হাতে গ্রেপ্তার হওয়ায় মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন হেমন্ত সোরেন। সেইসময় প্রবীণ এই নেতার উপর আস্থা রাখে জেএমএম। কিন্তু, হেমন্ত সোরেন জামিন পাওয়ার পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হয় চম্পাই সোরেনকে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরই জেএমএম-র সঙ্গে দূরত্ব বাড়তে থাকে চম্পাই সোরেনের। এই পরিস্থিতিতে তাঁর জেএমএম-এ থাকা নিয়ে জল্পনা বাড়তে থাকে। এরই মধ্যে দিল্লি আসেন তিনি। ব্যক্তিগত কাজে দিল্লি এসেছেন বলে জানালেও জল্পনা ছিলই। কয়েকদিন আগে চম্পাই সোরেন বার্তা দেন, তাঁর কাছে তিনটি পথ খোলা রয়েছে। রাজনীতি থেকে অবসর নেওয়া। নতুন দল গঠন এবং নতুন কোনও সঙ্গী পেলে তার সঙ্গে এগিয়ে যাওয়া। পরে তিনি নতুন দল গঠনের কথাও জানান।
চম্পাই সোরেন নতুন দল ঘোষণা কবে করবেন, তা নিয়ে জল্পনার মধ্যে গতকাল হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমি চাই চম্পাই সোরেন বিজেপিতে যোগ দিন এবং আমাদের দলকে আরও শক্তিশালী করুন।’ তাঁর এই মন্তব্যের জেরে নতুন করে জল্পনা শুরু হয়। যার অবসান ঘটে কয়েক ঘণ্টা পর। রাতে দিল্লিতে অমিত শা’র সঙ্গে বৈঠক করেন চম্পাই সোরেন। তারপরই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন হিমন্ত বিশ্ব শর্মা। চলতি বছরই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। এসবের মাঝে চম্পাই সোরেনের বিজেপিতে যোগ বাংলার পড়শি দেশে কি ‘খেলা’ ঘুরিয়ে দেবে? উঠছে প্রশ্ন।