উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের বিধানসভায় (Jharkhand assembly) আস্থা ভোটে (Trust Vote) সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন (Champai Soren)। তাঁর পক্ষে পড়েছে ৪৭টি ভোট এবং বিপক্ষে ২৯টি।
সোমবার ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার আস্থা ভোট গ্রহণ করেন। যাঁরা চম্পাই সোরেনের সমর্থনে রয়েছেন, প্রথমে তাঁদের দাঁড়াতে বলা হয়। দাঁড়িয়ে সমর্থন জানান ৪৭ জন বিধায়কই। এরপর বিপক্ষে দাঁড়িয়েছিলেন ২৯ জন বিধায়ক। তারপরেই আস্থা ভোটের ফলাফল ঘোষণা করা হয়। প্রসঙ্গত, ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসনের সংখ্যা ৮১। তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্যে প্রয়োজন ৪১টি ভোট। এদিন আস্থা ভোটের পর দেখা যায়, ছ’টি ভোট বেশি পেয়েছে নয়া সরকার।
জমি জালিয়াতি মামলায় ইডির হাতে হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার পরেই ঝাড়খণ্ডের সরকারে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। গ্রেপ্তারির আগে রাজভবনে গিয়ে পদত্যাগ করেন হেমন্ত। তাঁর দলের তরফে চম্পাইয়ের নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে প্রস্তাব করা হয়। শুক্রবার রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চম্পাই। এরপরই তাঁকে ১০ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ।